বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) ব্যবস্থাপনায় ও স্কয়ার ট্রয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। দেশের শীর্ষ স্থানীয় ৩২ মিডিয়া হাউজ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। সোমবার প্রথম দিনে জয় পেয়েছে বৈশাখী টিভি, দৈনিক যুগান্তর, নিউজ২৪, প্রথম আলো, এটিন বাংলা, চ্যানেল আই, ঢাকা ট্রিবিউন ও দেশ টিভি। খেলাগুলো পল্টন আউটার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। তিনি বিএসজেএ'র উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, 'বিএসজেএ'কে ধন্যবাদ জানাই ধারাবাহিকভাবে এই টুর্নামেন্ট আয়োজনের জন্য। মিডিয়া কর্মীরাও ফুটবল ভালোবাসেন ও খেলেন এই টুর্নামেন্টের মাধ্যমে সেটার বহিঃপ্রকাশ ঘটে।' ফিফা গ্রাসরুট সপ্তাহ চলছে। মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ছবি ও ভিডিও ফিফায় পাঠাবে বাফুফে, ফিফা গ্রাসরুট সপ্তাহ চলছে। গ্রাসরুট অর্থ শুধুই তৃণমূল নয়- নন ট্র্যাডিশনাল ফুটবলও যুক্ত। আমরা ফিফায় এই টুর্নামেন্টের ছবির পাশাপাশি ন্যারেটিভ পাঠাব’ বলেন তাবিথ আউয়াল। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম, এনডিসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কুলের ব্র্যান্ড ম্যানেজার আবিদ বিন শহীদ, বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এসএম সুমন ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক উদ্বোধনী মঞ্চে ছিলেন।