ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যান ইউ) দুই বিলিয়ন পাউন্ড খরচে এক লাখ আসনের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা ঘোষণা দিয়েছে। নতুন এই স্টেডিয়ামটি হবে ইংল্যান্ডে সবচেয়ে বড় স্টেডিয়াম। এটি পুরানো ট্র্যাফোর্ডের কাছে তৈরি হবে। নির্মাণ শেষ হলে ক্লাবটি তাদের বর্তমান বাড়ি পুরোনো ট্র্যাফোর্ডকে ভেঙে দেবে। সহ-মালিক স্যার জিম র‌্যাটক্লিফ বলেছেন, তিনি বিশ্বের সবচেয়ে অসাধারণ ফুটবল স্টেডিয়াম তৈরি করতে চান, যা ক্লাবটি আশা করছে আগামী পাঁচ বছরের মধ্যে সম্পন্ন হবে। বিবিসি/ চ্যানেল২৪এই ঘোষণা এসেছে পুরোনো ট্র্যাফোর্ড সংস্কারের পরিবর্তে নতুন স্টেডিয়াম নির্মাণের জন্য ব্যাপক পরামর্শ প্রক্রিয়া শেষে। ১৯১০ সাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বাড়ি ছিল পুরানো ট্র্যাফোর্ড। নতুন স্টেডিয়াম প্রস্তুত না হওয়া পর্যন্ত ক্লাবটি পুরানো ট্র্যাফোর্ডে খেলা চালিয়ে যাবে। ক্লাবের সিনিয়র সূত্রগুলো আগে বলেছিল, এটি খরচের দিক থেকে উপযুক্ত হবে না, যদি পুরোনো ট্র্যাফোর্ডকে সংকুচিত করে নারী এবং যুব দলের জন্য ব্যবহৃত হয়। ফস্টার অ্যান্ড পার্টনার্সের আর্কিটেক্টরা, যারা এই প্রকল্পের নকশা তৈরি করবে, জানিয়েছেন, নতুন স্টেডিয়ামে থাকবে একটি ছাতার নকশা এবং একটি নতুন পাবলিক প্লাজা যা ট্র্যাফালগার স্কয়ার এর দ্বিগুণ আকারের হবে। নকশায় থাকবে তিনটি মস্তক, যা ‘ত্রিশূল’ হিসেবে বর্ণিত, এবং আর্কিটেক্টদের মতে, এগুলো ২০০ মিটার উঁচু হবে এবং ২৫ মাইল দূর থেকেও দৃশ্যমান হবে। ম্যানচেস্টার ইউনাইটেড বর্তমানে ১ বিলিয়ন পাউন্ড ঋণে রয়েছে এবং তারা এখনও এই স্টেডিয়ামের জন্য অর্থ কোথা থেকে আসবে তা জানায়নি। ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ওমর বেরাদার বলেছেন, এটি ‘একটি অত্যন্ত আকর্ষণীয় বিনিয়োগের সুযোগ’ এবং তিনি ‘বিশ্বাসী যে আমরা স্টেডিয়াম নির্মাণের জন্য অর্থায়ন খুঁজে পাবো’। এই স্টেডিয়ামটি পুরোনো ট্র্যাফোর্ড এলাকার একটি বৃহত্তর প্রকল্পের অংশ হবে, যা যুক্তরাজ্যে ২০১২ সালের লন্ডন অলিম্পিকের পর সবচেয়ে বড় প্রকল্প হিসেবে ধরা হচ্ছে। চ্যান্সেলর রেচেল রিভস ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে এই পরিকল্পনাটিকে সমর্থন করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেড বলছে, পুরো প্রকল্পটির মাধ্যমে ৯২ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে, ১৭ হাজার নতুন বাড়ি নির্মাণ করা হবে এবং প্রতি বছর ১৮ লাখ নতুন দর্শক এই এলাকায় আসবে। তারা আরও বলছে, এই প্রকল্পের ফলে যুক্তরাজ্য অর্থনীতিতে প্রতি বছর অতিরিক্ত ৭.৩ বিলিয়ন পাউন্ড যোগ হবে। ইন্টারনেট