বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে প্রথম রাউন্ড শেষে এখন চলছে মধ্যবর্তী খেলোয়াড় দলবদল। যা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গঠিত লিগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দলবদল শেষে ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) খেলা পুনরায় শুরু হবে। তার আগে ৩ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ফেডারেশন কাপের খেলা। এশিয়ান কাপ বাছাইয়ের চূড়ান্ত মিশনে আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।

সিঙ্গাপুরের মাটিতে অনুষ্ঠেয় এই ম্যাচকে সামনে রেখে ঘরোয়া ফুটবল লিগে ২০ দিনের লম্বা বিরতি রয়েছে। জাতীয় দলের প্র¯‘তিকে সর্বোচ্ছ গুরুত্ব দিয়ে বাফুফে এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে জাতীয় দলের ম্যাচগুলোর সময় ঘরোয়া ফুটবল টানা এক মাস বন্ধ থাকলেও এবার বিরতির সময় কিছুটা কমিয়ে আনা হয়েছে। প্রিমিয়ার লিগের খেলা ৬ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়ালেও সিঙ্গাপুর ম্যাচের আগে লিগে আরও পাঁচ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

১৪ মার্চ লিগের শেষ ম্যাচ খেলে ফুটবলাররা সরাসরি জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। এর মধ্যে ১৭ মার্চ ফেডারেশন কাপের কোয়ালিফায়ার ও একটি এলিমিনেশন ম্যাচ অনুষ্ঠিত হবে। বিরতি শেষে আগামী ৭ এপ্রিল ফেডারেশন কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার দিয়ে পুনরায় ঘরোয়া ফুটবল শুরু হবে এবং ১০ এপ্রিল থেকে শুরু হবে লিগের লড়াই।

এবারের ফেডারেশন কাপের সূচিতে এসেছে বড় চমক। সাধারণত মঙ্গলবার এই টুর্নামেন্টের ম্যাচগুলো হলেও আগামী ১৭ এপ্রিল (শুক্রবার) ফাইনালের দিন ধার্য করা হয়েছে। তবে বাফুফে এখনও ফাইনালের ভেন্যু চূড়ান্ত করেনি। অন্যদিকে, লিগের শেষ রাউন্ড অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল।

২০২৫-২৬ মৌসুমের পর্দা নামবে স্বাধীনতা কাপের মধ্য দিয়ে। এই টুর্নামেন্ট নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে বিশেষ আগ্রহ, কারণ বাফুফে এটি শুধুমাত্র দেশি ফুটবলারদের নিয়ে আয়োজন করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ বিরতির পর সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার স্বপ্ন দেখছে লাল-সবুজ বাহিনী, যার প্রতিফলন দেখা যাবে আসন্ন ঘরোয়া মৌসুমের এই টানটান উত্তেজনায়।

এদিকে বাংলাদেশ ফুটবল লিগের প্রথম রাউন্ড শেষে সমান ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। তিন, চার ও পাঁচে থাকা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি এবং আবাহনীর পয়েন্ট যথাক্রমে ১৫, ১৪, ১৩। লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা হয়েছে পয়েন্ট টেবিলের ছয়ে। সাদা-কালোদের পয়েন্ট ১০।