বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে খোর্দ্দকোমরপুর মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারী গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মো. নজরুল ইসলাম লেবু মাওলানার প্রতিনিধি উপজেলার সাবেক যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হাদী। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা লোকমান হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার অফিস সম্পাদক মো. ইউসুফ আল কারযাভী, জামায়াতের খোর্দ্দকোমরপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. আব্দুল আজিজ,ছাত্রশিবিরের সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ শাখার সভাপতি মো. মাসুম আকন্দ, খোর্দ্দকোমরপুর যুব বিভাগের সভাপতি এস.এম সামিউল্লাহ সলিল প্রমুখ। পুরস্কার বিতরণের পূর্ববর্তী বক্তারা খেলোয়াড়দের উদ্দেশে বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশের তরুণ সমাজের মাঝে শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও দ্বীনি দায়িত্ববোধ জাগিয়ে তুলতে এই ফুটবল খেলার আয়োজন করেছে। ফুটবল টুর্নামেন্টে কিশামত দূর্গাপুর ১-০ গোলে তালুক হরিদাসকে পরাজিত করে।