দুই বছর আগে ঘরের মাঠে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ ষোলো থেকে নাইজেরিয়ার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ফেবারিট আর্জেন্টিনাকে। সেই হারই যেন এবার তাদের অনুপ্রেরণা হয়ে ফিরে এসেছে। প্রতিশোধের ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেদের তরুণরা।

বৃহস্পতিবার রাতে চিলির এস্তাদিও ন্যাসিওনাল হুলিও মার্টিনেজ প্রাদানোসে নাইজেরিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। আর্জেন্টিনার পক্ষে মাহের কারিজো করেছেন জোড়া গোল, বাকী দুটি গোল করেছেন আলেজো সারকো ও মাতেও সিলভেত্তি।

ম্যাচের শুরুতেই গোল উৎসব শুরু করে আর্জেন্টিনা। কিক-অফের মাত্র ১ মিনিট ৬ সেকেন্ডের মাথায় বায়ার লেভারকুসেনের তরুণ ফরোয়ার্ড আলেজো সারকো গোল করে দলকে এগিয়ে দেন যা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনার দ্রুততম গোল। ২৩ মিনিটে ফ্রি-কিক থেকে কারিজোর গোল ব্যবধান দ্বিগুণ করে দেয়।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা। ৫৩ মিনিটে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন কারিজো। এরপর ৬৬ মিনিটে ইন্টার মায়ামির তরুণ তারকা মাতেও সিলভেত্তি গোল করে নাইজেরিয়ার কফিনে শেষ পেরেক ঠোকেন। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি নাইজেরিয়া। তারা পুরো ম্যাচে ১৪টি আক্রমণ করলেও আর্জেন্টিনা ১০টি আক্রমণেই চারবার বল পাঠিয়েছে জালে।

এই জয়ে ১৪ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সর্বশেষ ২০১১ সালে শেষ আটে খেলেছিল তারা। গ্রুপ পর্বে কিউবাকে ৩-১, অস্ট্রেলিয়াকে ৪-১ এবং ইতালিকে ১-০ গোলে হারিয়ে শতভাগ জয়ে শেষ ষোলোয় উঠেছিল আলবিসেলেস্তেরা। এ পর্যন্ত চার ম্যাচে ১২ গোল করে মাত্র ২টি গোল হজম করেছে তারা।

ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে এখন সপ্তম শিরোপা জয়ের হাতছানি। দীর্ঘ ১৮ বছরের শিরোপা খরা কাটানোর মিশনে আগামী রোববার (১২ অক্টোবর) ভোর ৫টায় একই মাঠে কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর মুখোমুখি হবে জুনিয়র মেসিরা।