১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বে প্রতিবেশী দেশটির মুখোমুখি হবে বাংলাদেশ। মূল ফোকাস ভারত ম্যাচে। সেই ম্যাচের আগে আজ নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে হ্যাভিয়ের ক্যাবরেরার দল। ম্যাচটি যেহেতু প্রস্তুতি, তাই একাদশের সবাইকে ঝালিয়ে নিতে চান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। বেস্ট ইলেভেন এবং বদলি ফুটবলার মিলিয়ে ১৭ খেলোয়াড়কে মাঠে নামাতে চান বাংলাদেশ কোচ। গতকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনের মধ্যে সংবাদমাধ্যমের সঙ্গে ক্যাবরেরা বলেন, ‘আমরা ভারত ম্যাচের প্রস্তুতি নিচ্ছি। তাই নেপালের বিপক্ষে যতটা সম্ভব গেমটাইম দেব এবং ১৭ জনকেই ব্যবহার করার চেষ্টা করব। প্রথম একাদশ এবং ছয়জন বদলি।ভারতের বিপক্ষে ভালোভাবে প্রস্তুত হওয়া এবং জেতার দিকেই মনোযোগ দিতে চাই।’সোমবার বিকেলে ঢাকায় আসা হামজা চৌধুরী মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করেছেন। গতকাল রাতে ঢাকায় নামার কথা কানাডাপ্রবাসী শমিত সোমের। ভ্রমণ ক্লান্তির সঙ্গে দলের সঙ্গে পুরোপুরি অনুশীলনের সুযোগ না পেলেও শমিতকে বদলি হিসেবে নেপাল ম্যাচে খেলাতে চান ক্যাবরেরা, ‘পরিকল্পনা ভালোভাবেই এগোচ্ছে। আমরা পুরো দল নিয়ে কয়েক দফা আলোচনা করেছি, এখানে আসার আগে করেছি। বিশেষ করে ভারতের ম্যাচ সামনে রেখে কাজ করছি। শমিত আসার পর তার অবস্থা দেখে নিতে হবে। প্রথমত, আমরা তাদের (হামজা ও শমিত) যতœ নিচ্ছি, যাতে ভারত ম্যাচে তারা সেরা অবস্থায় থাকতে পারে। তবে আশা করছি, দুজনই নেপালের বিপক্ষে খেলতে পারবে।’মাত্র ৬ মিনিটেই ভারত ম্যাচের টিকিট বিক্রি শেষ। দর্শকদের এমন আগ্রহে ফুটবলারদের মধ্যে ভালো খেলার একটা চাপ অনুভব হচ্ছে। যদিও সেটা মানতে নারাজ ফরোয়ার্ড রাকিব হোসেন।

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ আর ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এএফসি এশিয়ান কাপ বাছাই দুটি ম্যাচ সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি চলছে বাংলাদেশের শিবিরে। দলে যোগ দিতে মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন কানাডার ক্লাব কাভালরি এফসিতে খেলা মিডফিল্ডার সমিত সোম। কানাডায় সোমবার লিগ ম্যাচে অংশ নেওয়ার পর সরাসরি বাংলাদেশে উড়াল দেন এই ২৮ বছর বয়সি ফুটবলার।