ইসরাইল-ইরান যুদ্ধাবস্থার পরিস্থিতি যখন আরও ভয়াবহ রূপ ধারণ করছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তির বার্তা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রেসিডেন্টকে নিজের স্বাক্ষর করা একটিও জার্সিও উপহার পাঠিয়েছেন পর্তুগিজ মহাতারকা। আর তা হাতে পেয়ে রোনালদোকে প্রশংসায় ভাসিয়েছেন ট্রাম্প। কানাডার কানানাস্কিসের আলবার্টায় সোমবার অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে বিভিন্ন বৈশ্বিক বিষয়ে আলোচনায় অংশ নিচ্ছিলেন ট্রাম্প। সেখানে তার হাতে রোনালদোর স্বাক্ষরিত পর্তুগালের একটি জার্সি মার্কিন প্রেসিডেন্টের হাতে তুলে দেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টিনিও কস্তা। পর্তুগালের সাবেক প্রেসিডেন্ট কস্তা ট্রাম্পকে জানান, জার্সিতে একটি বিশেষ বার্তা রয়েছে। এরপর জার্সির লেখাটি তাকে পড়ে শোনানো কস্তা নিজেই, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য উপহার, শান্তির জন্য খেলছি, সিআর৭।’ প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘অসাধারণ! এটিই আমি পছন্দ করি। শান্তির জন্য খেলা। ট্রাম্পকে পাঠানো স্বাক্ষরিত জার্সি গ্রহণের মুহূর্তটি ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন মার্গো মার্টিন। তিনি মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও যোগাযোগ উপদেষ্টা হিসেবে কাজ করছেন। ইন্টারনেট