সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ শেষ করেই দেশে ফিরেছেন অর্পিতা বিশ্বাস, সুরভী আকন্দ প্রীতি ও অন্যরা। ভারতের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে রানার্সআপ হওয়া বাংলাদেশ দলের একাংশ রোববার দেশে এসেছে। বাকি সদস্যরা ফিরবেন নেপাল হয়ে। কিন্তু ফাইনালের একদিন পরই নতুন অভিযানে নাম লেখালেন সাফজয়ী দলের ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন নীলা।
রোববার সকালে ভুটানের উদ্দেশে রওনা দিয়ে তিনি এখন পারো এফসির খেলোয়াড়। ইতোমধ্যে ক্লাবটির নারী দলে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন তিনি। নীলাকে স্বাগত জানিয়ে পারো এফসি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘বাংলাদেশ জাতীয় দলের উজ্জ্বল তারকা নিলুফা ইয়াসমিন নীলাকে আমাদের পরিবারের অংশ হিসেবে পেয়ে আমরা গর্বিত। মাঠে এবং মাঠের বাইরে তার উপস্থিতি দলকে আরও উজ্জীবিত করবে।’ এবারের যোগদানের মধ্য দিয়ে ভুটান নারী লিগে বাংলাদেশের ফুটবলারের সংখ্যা দাঁড়াল ১৮ জনে। এর মধ্যে শুধু পারো এফসিতেই আছেন সাতজন। সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া, শিউলি আজিম, সাবেক ফুটবলার লিপি আক্তার এবং সর্বশেষ নীলা। এ ছাড়া থিম্পু সিটির হয়ে খেলছেন সানজিদা খাতুন, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র। ট্রান্সপোর্ট ইউনাইটেডে আছেন মাসুরা পারভীন, রুপনা চাকমা ও কৃষ্ণা। রয়েল থিম্পু কলেজ এফসির হয়ে মাঠে নামছেন তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, শাহেদা আক্তার রিপা ও মিডফিল্ডার স্বপ্না। এই ক্লাবের হয়েই সম্প্রতি এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে অংশ নিয়েছেন জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার।