গাজীপুর মহানগর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর টঙ্গী যুব বিভাগের উদ্যোগে আয়োজিত জুলাই স্মৃতি আন্তক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ইনকিলাব স্পোর্টিং ক্লাব (৪৭ নং ওয়ার্ড) ও রেনেসাঁ স্পোর্টিং ক্লাব (৪৯ নং ওয়ার্ড)। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে রেনেসাঁ স্পোর্টিং ক্লাব ২-১ গোলের ব্যবধানে ইনকিলাব স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও গাজীপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ হোসেন আলী। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী’র যুব ও ক্রীড়া সম্পাদক জিয়াউর রহসান জিয়া, টঙ্গী পূর্ব থানা জামায়াতের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ৫৭ নং ওয়ার্ডের আমির ওবায়দুল হক সরদার, ৪৯ নং ওয়ার্ডের আমির সোলাইমান, ৪৩ নং ওয়ার্ডের আমির আবু হানিফ তুহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হোসেন আলী বলেন, যুব সমাজই দেশের মেরুদণ্ড। খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে যুবকদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, গাজীপুর তথা টঙ্গীকে একটি নিরাপদ, শিক্ষাবান্ধব ও উন্নত নগরীতে রূপান্তরের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। সেই সঙ্গে প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি মানুষের নৈতিক ও সামাজিক বিকাশ ঘটানোই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান এবং ট্রফি ও চেক বিতরণ করেন।