মেজর লীগ সকারে (এমএলএস) পেপাল পার্কে রীতিমত গোলবন্যা হয়েছে গতকাল। কখনো স্বাগতিক সান জোসে আর্থকোয়েকস, আবার কখনো ইন্টার মায়ামি। গোলবন্যার এই ম্যাচে অবদান রাখতে পারেননি মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। একের পর এক মিস করেছেন গোলের সুযোগ। শেষ পর্যন্ত ৩-৩ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করে দু’দল। গতকাল সকালে শেষ হওয়া ম্যাচে পুরো ৯০ মিনিটই খেলেন মেসি। তবে দিনটা নিজের পক্ষে যায়নি এই বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের। গোলের দিকে মেসির নেয়া ৫টি শটের ৩টিই ছিল লক্ষ্যভ্রষ্ট। ৭বার ড্রিবল করতে গিয়ে ব্যর্থ হয়েছেন ৪বারই। এদিন অ্যাসিস্টও আসেনি এই জাদুকরের পা থেকে। ম্যাচের তৃতীয় মিনিটের মধ্যেই স্কোরলাইন হয় ১-১। ৩৫তম সেকেন্ডে জর্দি আলবার পাস থেকে মায়ামির প্রথম গোলটি করেন ম্যাক্সিমিয়ানো ফ্যালকন। এটি ক্লাবটির ইতিহাসে তৃতীয় দ্রুততম গোল। ইন্টারনেট