আগামী ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে অনুষ্ঠিত হবে। তবে প্রচণ্ড গরম এবং রমজান মাসের কারণে এই বিশ্বকাপ সময়সূচি পরিবর্তনের পথে রয়েছে। শীতপ্রধান পশ্চিমা দেশগুলোর মতো জুন-জুলাইয়ে বিশ্বকাপ আয়োজন সম্ভব না হওয়ায়, কাতারের মতোই সৌদিতে গ্রীষ্মকালে খেলোয়াড়দের স্বাস্থ্যের ঝুঁকি দেখা দেবে। সৌদি আরবে জুন-জুলাই মাসে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এজন্য ফিফা জুল-জুলাইতে বিশ্বকাপ আয়োজন করার সম্ভাবনা কম বলছে।
এ ছাড়া, নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ আয়োজন করতে গেলে রমজান মাসের সঙ্গে টেকসই সময়সীমা মেলে না। এজন্য ২০৩৪ সালের বিশ্বকাপ পরবর্তী বছরের শুরুতে, অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে আয়োজনের সম্ভাবনাও দেখা দিয়েছে।
ইতালির রোমে অনুষ্ঠিত ইউরোপীয় ক্লাব ফুটবলের সাধারণ সভায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপ সময়সূচি পরিবর্তনের সম্ভাবনা প্রকাশ করেছেন। তিনি বলেন, এটি শুধু একটি বিশ্বকাপ নিয়ে নয়, সমস্ত বিশ্বকাপের সময়সূচি পুনর্বিবেচনার বিষয়। এমনকি কিছু ইউরোপীয় দেশেও জুলাই মাসে খেলা কঠিন হয়ে যায়। আমরা সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেব।
ইনফান্তিনো আরও উল্লেখ করেন, ইউরোপীয় ক্লাব ফুটবলের মৌসুমে পরিবর্তন আসতে পারে। বর্তমানে মৌসুম শুরু হয় মধ্য-আগস্টে এবং শেষ হয় মধ্য-মে মাসে, তবে বিশ্বকাপের নতুন সময়সূচি অনুযায়ী মৌসুমের শেষ হতে পারে মধ্য-জুনে।ফিফা বলছে, খেলোয়াড় এবং দর্শকদের স্বার্থ বিবেচনায় সর্বোত্তম সময় নির্বাচন করা হবে।