ফুটবল বিশ্বকাপের টিকিট কিনলেই মিলবে যুক্তরাষ্ট্রের ভিসা। এমন বিজ্ঞাপন দেখে প্রতারিত না হওয়ার আহ্বান জানিয়েছেন কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি বলেন, টিকিটের সঙ্গে ভিসার কোনো সম্পর্ক নেই। এক বছরের কম সময় বাকি ২০২৬ বিশ্বকাপের। ফিফা ওয়েবসাইটে টিকেটের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। মিলছে হসপিটালিটি প্যাকেজও। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আসর হওয়ায়, সাধারণের ম্যাচ দেখা এবং দেশগুলোতে ভ্রমণের আগ্রহ বেশি। টিকেট কিনলে মিলবে যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে কি না, এরই মধ্যে সাধারণের মাঝে শুরু হয়েছে জল্পনা। ট্রাভেল ব্যবসায়ী মাসুদুর রহমান বলেন, বিষয়টি একেবারেই গুজব। কারণ ভিসা দেয়ার একমাত্র এখতিয়ার অ্যাম্বাসির। অ্যাম্বাসি কাকে ভিসা দেবে দেবে না তা নির্ভর করে সেই অ্যাম্বাসির কন্সুলেট ডিপার্টমেন্টের ওপর। সাবেক ফুটবলার আব্দুর রহিম বাদশা বলেন, যারা ভিসা পাবেন তারা যাতে কোনো প্রতারকের ফান্দে পড়ে এ দেশে থাকার চিন্তা ভাবনা না করেন।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চক্র প্রচারণায় নেমেছে, টিকেট কিনলে ভিসা মিলবে। যদিও, যুক্তরাষ্ট্র এমন কোন ঘোষণা দেয়নি। দেশটি, ভিসানীতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে। যাদের সুযোগ মিলবে তাদেরও যুক্তরাষ্ট্র পৌঁছে সংযত থাকার পরামর্শ। নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, টিকিটের সঙ্গে ভিসার কোনো সম্পর্ক নেই। যারা এ ধরণের প্রচারণা চালিয়ে যাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলব এ ধরণের মিথ্যা প্রচারণা চালাবেন না। এতে বিভ্রান্তি ছড়াবে, মানুষজন বিভ্রান্ত হবে। তাই সকলকে আমি সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। আগামী বছর ফুটবল উন্মাদনায় মেতে ওঠার অপেক্ষায় সারা বিশ্ব। যার কেন্দ্রে থাকবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে হবে বিশ্বকাপ ড্র।