ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার “দ্য বেস্ট ২০২৫”-এর মনোনয়ন তালিকায় শীর্ষে রয়েছেন উসমান দেম্বেলে ও লামিন ইয়ামাল। ব্যালন ডি’অরে প্রথম ও দ্বিতীয় হওয়া এই দুই তারকা এবারও মুখোমুখি লড়াইয়ে নামছেন ফিফার পুরস্কার ঘিরে।সেপ্টেম্বরে প্যারিসে অনুষ্ঠিত ব্যালন ডি’অর অনুষ্ঠানে দেম্বেলে জয়ী হন।”ফিফার ঘোষিত মনোনয়ন তালিকায় পিএসজি থেকে রয়েছেন দেম্বেলের সঙ্গে আরও তিনজন।ভতিনহা, আশরাফ হাকিমি ও নুনো মেন্দেস। প্রিমিয়ার লিগ থেকে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ সালাহ (লিভারপুল) ও কোল পামার (চেলসি)।কোচদের বিভাগে চ্যাম্পিয়নস লিগ জয়ী লুইস এনরিকে-র সঙ্গে আছেন আর্নে স্লট (লিভারপুল), মিকেল আর্তেতা, হান্সি ফ্লিক, এনজো মারোসা, রবার্তো মার্তিনেজ ও হাভিয়ের আগুইরে।নারী বিভাগে বার্সেলোনা, আর্সেনাল ও চেলসির খেলোয়াড়রাই দাপট দেখাচ্ছেন। টানা তৃতীয়বার ব্যালন ডি’অর জয়ী আইতানা বনমাতি রয়েছেন নারী বর্ষসেরা ফুটবলারের দৌড়ে শীর্ষে। তার সঙ্গে আছেন লুসি ব্রোঞ্জ, লিয়া উইলিয়ামসন, অ্যালেসিয়া রুসো, ক্লোয়ি কেলি ও লরেন জেমসসহ আরও অনেকে।

১১ আগস্ট ২০২৪ থেকে ২ আগস্টা ২০২৫ পারফরম্যান্সের ভিত্তি তৈরী করা হয়েছে এ তালিকা। সারা বিশ্বের জাতীয় দলের অধিনায়ক, কোচ, সাংবাদিক ও সমর্থকরা উন্মুক্ত ভোটের মাধ্যমে সেরা নির্বাচন করবেন।

দ্য বেস্ট ফিফা পুরস্কার ২০২৫’র মনোনীতদের তালিকা পুরুষ বর্ষসেরা ফুটবলার

উসমান দেম্বেলে, আশরাফ হাকিমি, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, নুনো মেন্দেস, কোল পামার, পেদ্রি, রাফিনিয়া, মোহাম্মদ সালাহ, ভিতিনহা, লামিন ইয়ামাল,স্যান্ডি বাল্টিমোর, নাথালি বিয়র্ন, আইতানা বনমাতি, লুসি ব্রোঞ্জ, মারিওনা ক্যালদেন্তে, তেমওয়া চাওয়িংগা, কাদিদিয়াতু দিয়ানি, মেলচি দুমোর্নে, পাত্রি গুইয়ারো, লিন্ডসি হিপস, লরেন জেমস, ক্লোয়ি কেলি, ইভা পাজর, ক্লাউদিয়া পিনা, আলেক্সিয়া পুতেয়াস, অ্যালেসিয়া রুসো, লিয়া উইলিয়ামসন।