ফুটবল
মধ্যবর্তী দলবদল শেষ
আবাহনীতে ব্রাজিলিয়ান অগাস্তো কিংসে আর্জেন্টাইন লেসকানো
বাংলাদেশ প্রিমিায়ার লিগ ফুটবলের মধ্যবর্তী দলবদলের শেষ দিনে বিদেশ ফুটবলার রেজিস্ট্রেশন করিয়ে বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড, ব্রাদার্স ইউনিয়ন ও পুলিশসহ অন্যরাও শক্তি বাড়িয়েছে।

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ প্রিমিায়ার লিগ ফুটবলের মধ্যবর্তী দলবদলের শেষ দিনে বিদেশ ফুটবলার রেজিস্ট্রেশন করিয়ে বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড, ব্রাদার্স ইউনিয়ন ও পুলিশসহ অন্যরাও শক্তি বাড়িয়েছে। লিগের প্রথম পর্বে পয়েন্ট টেবিলে এগিয়ে রয়েছে দেশের ঐতিহ্যবাহী স্পোর্টিং ক্লাব লিমিটেড। তারপরই শিরোপা রেসে দ্বিতীয অবস্থানে আছে আবাহনী লিমিটেড। দেশের রাজনৈতিক পরিবর্তনের পর আর্থিক সংকটে পড়েছে আবাহনী। তাইতো নানা সমস্যার কারণে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্বে খেলছে ধানমন্ডির ক্লাবটি। এবার লিগের দ্বিতীয় পর্বে এসে দলের শক্তি বৃদ্ধিতে আকাশী- নীল জার্সিধারীরা দুজন বিদেশী ফুটবলার নিয়েছে। আবাহনীতেই একসময় খেলে যাওয়া ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগোস্তো আবারও আসছেন। ৩৩ বছর বয়সী মিডফিল্ডারকে এবার মাঠ মাতাতে দেখা যাবে। নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওগবাহও নিশ্চিত হয়েছেন। এদিকে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসও শক্তি বাড়াতে দলে ভিড়িয়েছেন চার বিদেশী ফুটবলার।
লিগে পিছিয়ে থাকা বসুন্ধরা কিংস মৌসুমের বাকি সময়ের জন্য আর্জেন্টিনা থেকে উড়িয়ে আনছে হুয়ান লেসকানোকে। ৩২ বছরের এই স্ট্রাইকারের বেড়ে ওঠা রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের যুবদলে। মধ্যবর্তী দলবদলের শেষ দিনে আরও তিন বিদেশী ফুটবলারের নাম রেজিস্ট্রেশন করেছে বসুন্ধরা কিংস। এক মৌসুম আগে খেলে যাওয়া উজবেকিস্তানের মিডফিল্ডার আসরর গফুরভ আবারও ফিরছেন। দলে যুক্ত হচ্ছেন ব্রাজিলিয়ান সেন্টারব্যাক ডেসিয়েল এবং ঘানার উইঙ্গার ইভান্স ইত্তি। এছাড়া আগে থেকেই দলে আছেন মিগেল ফিগেইরা ও জোনাথন ফের্নান্দেজ।মোহামেডানের আক্রমণভাগের মূল শক্তি সুলেমানে দিয়াবাতে। আক্রমণের শক্তি বাড়াতে মোরিওকে নিয়েছে এ মুহূর্তে লিগ টেবিলে শীর্ষে থাকা সাদাকালো শিবির। ২০২২-২৩ মৌসুমে পুলিশের জার্সিতে ১৮ ম্যাচে ৯টি গোল করেছিলেন ভেনেজুয়েলার এই ফরোয়ার্ড, আর ২০২৩-২৪ মৌসুমে ১৫ ম্যাচে জালের দেখা পেয়েছিলেন ৫ বার।লিগ টেবিলের তলানির দিকে থাকা চট্টগ্রাম আবাহনী মাঝমাঠের শক্তি বৃদ্ধি করেছে। প্যারাগুয়ের ২৭ বছর বয়সী ফুটবলার উইলসন মেদিনাকে নিবন্ধন করিয়েছে তারা। আবাহনী, কিংস ছাড়াও অন্য দলগুলোও মধ্যবর্তী দলবদলে তাদের প্রয়োজনমতো খেলোয়াড় নিবন্ধন করিয়েছে। শেখ জামাল ধানমন্ডিতে একসময় খেলা গাম্বিয়ান সলোমনকে এবার নিয়েছে রহমতগঞ্জ।