ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪-২০২৫ মৌসুম মোটেও ভালো কাটেনি লেস্টার সিটির। বাজে পারফরম্যান্সের জেরে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে ক্লাবটি নেমে গিয়েছিল দ্বিতীয় স্তরের ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে। অবনমন থেকে বাঁচাতে ব্যর্থ হয়ে গেল জুনে হামজা চৌধুরীদের দায়িত্ব ছাড়েন কোচ রুড ফন নিস্তেলরয়। এবার নতুন কোচ নিয়োগ করেছে লেস্টার সিটি। স্প্যানিশ কোচ মার্তি সিফুয়েন্তেসের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে ক্লাবটি। মঙ্গলবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে হামজাদের ক্লাব। এক বিবৃতিতে সিফুয়েন্তেস বলেন, এটি একটি দুর্দান্ত ক্লাব, যাদের গর্বিত ইতিহাস রয়েছে। পরবর্তী পরিকল্পনা সাজানোর কাজে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটি আমার জন্য একটি বিশেষ সম্মান। ৪৩ বছর বয়সী সিফুয়েন্তেস এর আগে ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্সের (কিউপিআর) কোচের দায়িত্ব পালন করেছিলেন। ২০২৩ সালের অক্টোবরে কিউপিআর এর দায়িত্ব নেন সিফুয়েন্তেস। দায়িত্ব নেয়ার সময় ক্লাবটি অবনমন অঞ্চল থেকে সংগ্রাম করছিল। স্প্যানিশ এই কোচের অধীনে শেষ ৮ ম্যাচের পাঁচটিতে জয় পেয়ে টেবিলের ১৮তম স্থানে থেকে মৌসুম শেষ করে কিউপিআর। ইংল্যান্ডে আসার আগে সুইডেনের হামারবি আইএফ-এর দায়িত্বে ছিলেন সিফুয়েন্তেস। তার অধীনে সুইডিশ কাপের ফাইনাল ও ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করে হামারবি।