এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ দল। চীনের চংকিনে চলমান প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে ৫-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ব্রুনাইকে গোলবন্যায় ভাষালো লাল-সবুজের প্রতিনিধিরা। গতকাল সোমবার ‘এ’ গ্রুপের ম্যাচে ব্রুনাই দারুসসালামকে ৮-০ গোলে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।এ ম্যাচে বাংলাদেশের কোনো খেলোয়াড় হ্যাটট্রিক করতে না পারলেও রিফাত কাজী ও অপু রহমান দুজনই করেছেন জোড়া গোল। আর মানিক, বায়েজিদ, ফয়সাল ও আলিফ একটি করে গোল করেন।শুরু থেকেই ম্যাচে দাপট ধরে রাখে বাংলাদেশ। ১৩তম মিনিটেই বাঁ দিক থেকে ফয়সালের নিখুঁত পাস ধরে অপু রহমান গোল করে দলকে লিড এনে দেন। ২৩ মিনিটে দুই ডিফেন্ডার কাটিয়ে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন রিফাত। এরপর রিদুয়ানের পাস থেকে ফয়সালের নিখুঁত শটে আসে তৃতীয় গোল। পরের মিনিটে মানিক দূরপাল্লার শটে ব্যবধান বাড়িয়ে করেন ৪-০।

বিরতির পরও আগ্রাসী খেলা ধরে রাখে বাংলাদেশ। ৫০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন অপু। এরপর ৭৩ মিনিটে ফয়সালের নেওয়া লং শট ফিরিয়ে দিলেও রিফাত ফিরতি বল থেকে গোল আদায় করে জোড়া গোল পূর্ণ করেন। দুই মিনিট বাদে ব্রুনাই রক্ষণের অগোছালো অবস্থার সুযোগ নিয়ে আলিফ হালকা শটে লক্ষ্যভেদ করেন। ৭৯ মিনিটে দলের হয়ে বায়েজিদের সবশেষ গোলেই বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ।

ম্যাচ শেষে কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘ছেলেরা শুরু থেকেই আক্রমণাত্মক ও ইতিবাচক ফুটবল খেলেছে। ফলে গোলের অনেক সুযোগ তৈরি হয়েছে এবং সেগুলো কাজে লাগাতে পেরেছে, তাই বড় জয় পেয়েছি। ফুটবলারদের অভিনন্দন। আমরা পরের ম্যাচেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক চীন, ব্রুনাই, তিমুর লেস্তে, শ্রীলঙ্কা ও বাহরাইন।

গ্রুপ চ্যাম্পিয়ন দলই আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিতব্য আসরের মূলপর্বে উঠবে।টানা দুই জয়ে পয়েন্ট তালিকায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। আগামীকাল বুধবার তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে তারা। অন্যদিকে ব্রুনাই খেলবে স্বাগতিক চীনের সঙ্গে। এই গ্রুপে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে চীন ও বাহরাইন।