মার্সেইয়ের হৃদয় ভেঙে আবারও ফরাসি সুপার কাপ জিতণ পিএসজি। পরাজয়ের দুয়ার থেকে ঘুরে দাঁড়িয়ে টাইব্রেকারে জিতে ট্রফি উঁচিয়ে ধরল লুইস এনরিকের দল। নব্বই মিনিট পেরিয়ে যোগ করা ছয় মিনিটের পঞ্চম মিনিটের খেলা চলছিল তখন। ম্যাচে এগিয়ে থেকে ১৪ বছরের মধ্যে প্রথম শিরোপার সুবাস পাচ্ছিল মার্সেই। কিন্তু শেষ মুহূর্তে ওলটপালট হয়ে গেল সবকিছু। পরাজয়ের দুয়ার থেকে গন্সালো রামোসের গোলে ম্যাচ টাইব্রেকারে টেনে নিল পিএসজি। সেখানে প্রথম দুটি শট ঠেকিয়ে নায়ক হয়ে উঠলেন লুকাহ শুভালিয়ে। আবারও ফরাসি সুপার কাপ জিতল লুইস এনরিকের দল। কুয়েতে বৃহস্পতিবার মূল ম্যাচ শেষ হয় ২-২ গোলে। টাইব্রেকারে ৪-১ গোলে জিতে ট্রফি উঁচিয়ে ধরে ইউরোপ চ্যাম্পিয়নরা। এই নিয়ে টানা চতুর্থ ও রেকর্ড ১৪ বার ফরাসি সুপার কাপ জিতল পিএসজি। সবশেষ ১৩ বারের মধ্যে ১২ বারই জয়ী তারা। ব্যালন দ’র জয়ী ও ফিফা বর্ষসেরা উসমান দেম্বেলের গোলে ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধে আর গোল হয়নি। ৭৬তম মিনিটে সফল স্পট-কিকে সমতা ফেরান ম্যাসন গ্রিনউড। ৮৭তম মিনিটে পিএসজির ডিফেন্ডার উইলিয়ান পাচোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় মার্সেই। পিএসজির পরাজয় যখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার, তখনই যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রামোসের গোল। মাঝমাঠ থেকে ভিতিনিয়ার উঁচু করে বাড়ানো বল হেড পাস করেন ব্রাডলি বার্কোলা আর ছয় গজ বক্সের মুখ থেকে ভলিতে জালে পাঠান ৮৯তম মিনিটে বদলি নামা পর্তুগিজ ফরোয়ার্ড। পরে টাইব্রেকারেও গোল করেন রামোস। পিএসজির বাকি তিন শটে জালের দেখা পান ভিতিনিয়া, নুনো মেন্দেস, ও দিজিরে দুয়ে। তবে দুটি শট ঠেকিয়ে নায়ক আসলে গোলরক্ষক শুভালিয়ে। গত অগাস্টে পিএসজির হয়ে অভিষেকেও দলের ট্রফি জয়ের নায়ক ছিলেন এই ফরাসি গোলরক্ষক। উয়েফা সুপার কাপে টাইব্রেকারে টটেনহ্যাম হটস্পারের একটি শট ঠেকিয়ে দিয়েছিলেন তিনি।
ফুটবল
মার্সেইয়ের হৃদয় ভেঙে সুপার কাপ পিএসজির
মার্সেইয়ের হৃদয় ভেঙে আবারও ফরাসি সুপার কাপ জিতণ পিএসজি। পরাজয়ের দুয়ার থেকে ঘুরে দাঁড়িয়ে টাইব্রেকারে জিতে ট্রফি উঁচিয়ে ধরল লুইস এনরিকের দল। নব্বই মিনিট পেরিয়ে যোগ করা ছয় মিনিটের পঞ্চম মিনিটের খেলা চলছিল তখন।
Printed Edition