অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। শুধু তাই নয়, এই আসরে কোনো জয়ই পায়নি সেলেসাওরা। স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে ‘সি’ গ্রুপের তলানিতে থেকে বাড়ি ফিরতে হয়েছে তাদের। দলের এমন বাজে পারফরম্যান্সের কারণে চাকরি হারিয়েছেন কোচ রামোন মেনেজেস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। কোচের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিবিএফ বিবৃতিতে জানিয়েছে, ‘বিভিন্ন সময় এই দলসহ ব্রাজিলের অন্যান্য জাতীয় দলের দায়িত্ব পালনের সময় রামোন যে পেশাদারিত্ব ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। তিনি জাতীয় দলের প্রধান দলের দায়িত্বও একসময় সামলেছেন দক্ষতার সঙ্গে।’ ইন্টারনেট।
ফুটবল
বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি হারালেন ব্রাজিল কোচ
অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। শুধু তাই নয়, এই আসরে কোনো জয়ই পায়নি সেলেসাওরা। স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে ‘সি’ গ্রুপের তলানিতে থেকে বাড়ি ফিরতে হয়েছে তাদের।