দীর্ঘ ১৪ বছর পর তিন দিনের সফরে ভারতে পা রেখেছিলেন লিওনেল মেসি। কলকাতায় বিশৃঙ্খলায় শুরু হওয়া মেসির ভারত সফর শেষ হলো দিল্লিতে। সূচি অনুসারে, সোমবার সন্ধ্যায় বার্সেলোনায় রওনা দেওয়ার কথা ছিল মেসির। কিন্তু শিল্পপতি অনন্ত আম্বানির নিমন্ত্রণে সফরের সময় বাড়াতে বাড়িয়েছিলেন মেসি। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, নিমন্ত্রণ পেয়েই দিল্লি থেকে চলে গেলেন গুজরাটের জামনগরে আম্বানির বাড়িতে। গত রাতে ভারতের এই বিখ্যাত শিল্পপতির বাড়িতে নৈশভোজও করেন তিনি। বনতারায় আম্বানির বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে মেসি ঘুরতে গিয়েছিলেন। এর আগে সোমবার বিকেলে সফরের শেষ দিন দিল্লি স্টেডিয়ামে হাজার হাজার ভক্তরা আর্জেন্টিনা ও ইন্টার মায়ামি ফরোয়ার্ডকে এক ঝলক দেখতে হাজির হয়েছিলেন। মেসি মাঠে নেমে চারপাশ ঘুরে দর্শকদের অভিবাদনের জবাব দেন হাসিমুখে। তারপর একটি সেলিব্রেটি ম্যাচ উপভোগ করেন। দর্শকদের অনেকে নীল জার্সি পরেন, যার নম্বর ছিল ১০। প্রায় সবার কণ্ঠে ছিল মেসি মেসি স্লোগান।

সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পলকে নিয়ে মাঠ থেকে লাথি মেরে বল গ্যালারিতে পাঠান মেসি। তারপর মিনার্ভা অ্যাকাডেমি টিমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। বা”চাদের সঙ্গে কিছুক্ষণ ফুটবলও খেলেন। অনুষ্টানের শেষ দিকে মেসির হাতে আইসিসি প্রধান জয় শাহ তুলে দেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সই করা ব্যাট ও জার্সি। মেসিকে ১০ নম্বর জার্সি দেন, সুয়ারেজ ৯ ও ডি পলকে ৭ নম্বর জার্সি পান। এছাড়া মেসিকে দেওয়া হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী টিকিট। ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে ভারত ও যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে শুরু হবে এই প্রতিযোগিতা, সেই খেলা দেখার আমন্ত্রণ পেয়েছেন বিশ্বকাপ জয়ী তারকা। অনুষ্ঠানের শেষ দিকে এই সফর নিয়ে মেসি উচ্ছ্বাস প্রকাশ করেন। অরুণ জেটলি স্টেডিয়ামে মেসি ভক্তদের উদ্দেশ্যে বলেন, আবার ভারতে আসতে চান তিনি। তিন দিনের ভারত সফর থেকে স্মরণীয় স্মৃতি নিয়ে যাচ্ছেন এই তারকা। দিল্লিতে অনুষ্ঠান শেষ হওয়ার আগ মুহূর্তে হাতে মাইক্রোফোন তুলে নেন মেসি। ভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ‘ভারতে এই তিন দিনে যে ভালবাসা এবং সমর্থন পেলাম, তার জন্য ধন্যবাদ। কয়েকটা দিন দুর্দান্ত কাটল আমাদের। দারুণ সব অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি, যেগুলো সবার সঙ্গে ভাগাভাগি করা যাবে। আপনাদের ধন্যবাদ।’ তিনি আরও বলেন, ‘আপনাদের ভালবাসা সঙ্গে নিয়ে যাচ্ছি। আবার ভারতে আসব। হয়তো ম্যাচ খেলতে বা অন্য কোনো কারণে আসব। তবে আমরা অবশ্যই আবার ভারতে আসব। এই কয়েক দিনের অফুরন্ত ভালবাসার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি সকলকে।’ মেসি বক্তব্য রাখার সময় মঞ্চে তার পাশে ছিলেন লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পল। এছাড়া দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, আইসিসি চেয়ারম্যান জয় শাহ ও সাবেক ভারতীয় ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া তাকে বিদায় জানান।