কদিন আগেই ক্রিস্টিয়ানো রোনালদো বলেছিলেন, ১০০০ গোল না করে তিনি থামবেন না। সেই লক্ষ্যে এখন আরও এক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা। প্রথম ফুটবলার হিসেবে তিনি ছুঁয়ে ফেলেছেন ৯৫০ ক্যারিয়ার গোলের মাইলফলক। আল হাজমের বিপক্ষে গোল করে তিনি এই বিশ্বরেকর্ডটি গড়েছেন। সৌদী প্রো লিগের এই রেকর্ড তাকে নিয়ে গেছে নতুন বিশ্বরেকর্ডের খুব কাছে। প্রথম খেলোয়াড় হিসেবে ১০০০ গোল থেকে তিনি আছেন আর ৫০ গোলের দূরত্বে। পর্তুগিজ এই ফুটবলার অবশ্য এই গোলের আগে রাতটা বেশ হতাশা নিয়ে কাটাচ্ছিলেন। একাধিক গোল মিস করেছেন। তবে ৮৮ মিনিটে তিনি খুঁজে পান জালের ঠিকানা। তার গোলেই ২-০ গোলের জয় নিশ্চিত করে ফেলে আল নাসর। চলতি মৌসুমে লিগে এটি তার ষষ্ঠ গোল, সব মিলিয়ে ৭ গোল আছে তার নামের পাশে। ২০২২ সালে ইউনাইটেড থেকে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে রোনালদো ১০০র ওপরে গোল করেছেন। রোনালদোর এই কীর্তি এল লিওনেল মেসির আরও এক রেকর্ড গড়ার পর। দ্রুততম খেলোয়াড় হিসেবে আর্জেন্টাইন মহাতারকা গতকাল সকালে করে ফেলেছেন তার ক্যারিয়ারের ৮৯০তম গোলটি। ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করে তিনি তার গোলসংখ্যা নিয়ে গেছেন ৮৯১-এ। লা লিগা থেকে দ’ুজনের এই লড়াই শুরু।
ফুটবল
রোনালদোর বিশ্বরেকর্ড
কদিন আগেই ক্রিস্টিয়ানো রোনালদো বলেছিলেন, ১০০০ গোল না করে তিনি থামবেন না। সেই লক্ষ্যে এখন আরও এক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা। প্রথম ফুটবলার হিসেবে তিনি ছুঁয়ে ফেলেছেন ৯৫০ ক্যারিয়ার গোলের মাইলফলক। আল হাজমের বিপক্ষে গোল করে তিনি এই বিশ্বরেকর্ডটি গড়েছেন।