এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ৯ অক্টোবর রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই ম্যাচের জন্য ২৮ সেপ্টেম্বর থেকে অনলাইনে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে। গ্যালারিতে বসে ম্যাচটি উপভোগ করতে একজন দর্শকের সর্বনি¤œ খরচ পড়বে ৪০০ টাকা। সবশেষ সিঙ্গাপুর ম্যাচের মতো এই ম্যাচেও একজন গ্রাহক সর্বোচ্চ পাঁচটি টিকিট সংগ্রহ করতে পারবেন।
বুধবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। সর্বশেষ গত ১০ জুন ঢাকায় হওয়া সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি নিয়ে বেশ সমালোচিত হয়েছিল বাফুফে। সেই ম্যাচের টিকিট বিক্রি শুরুর পর হঠাৎ করেই টিকিফাই-এর সার্ভার ডাউন হয়ে যায়। তাই এবার কুইকেট নামের প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে বাফুফে।
এ প্রসঙ্গে তাজওয়ার আওয়াল বলেন, ‘সাতটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছিল। এর মধ্যে সর্বনি¤œ দর ও মানের বিবেচনায় কুইকেটকে টিকিটিং দায়িত্ব দেয়া হয়েছে। তারা এক সঙ্গে এক লাখ লগ ইন লোড নিতে পারবে। টিকিটিং কার্যক্রম কোনো কারণে বিঘিœত হলে তারা বাফুফেকে জরিমানা হিসেবে ১০ লাখ টাকা প্রদান করবে। এমন শর্তেই তারা কাজ করতে রাজি হয়েছে। বাফুফে ফেসবুক পেজে নির্ধারিত সময়ের আগেই টিকিট সংগ্রহের নির্দেশনা থাকবে।’
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে সমান একটি করে ড্র ও হারে ১ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে হাভিয়ের কাবরেরার দলের অবস্থান এখন তিনে। সমান দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে হংকং। পয়েন্ট ও গোল-পার্থক্য সমান হলেও একটি বেশি গোল করায় শীর্ষে সিঙ্গাপুর। আর বাংলাদেশের সমান ১ পয়েন্ট নিয়েই দুই ম্যাচে গোলশূন্য থাকায় তালিকার একেবারে তলানিতে আছে ভারত।
হংকংয়ের সঙ্গে আগামী মাসে মোট দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৯ অক্টোবরের ম্যাচের পর ১৪ অক্টোবর একই প্রতিযোগিতায় হংকংয়ের মাঠে খেলবেন হামজা চৌধুরী-শমিত সোমরা। এই দুই ম্যাচ সামনে রেখে আগামী ২৯ বা ৩০ সেপ্টেম্বর থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। আর ম্যাচটি খেলতে আগামী ৬ অক্টোবর ঢাকায় পা রাখার কথা হামজার। এর এক দিন পর ৭ অক্টোবর আসতে পারেন শমিত সোম।