মো. আবু সাঈদ গালিব, দেওয়ানগঞ্জ (জামালপুর) : গতকাল বৃহস্পতিবার বর্ণিল আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো মরহুম শহীদ এডভোকেট আব্দুর রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫। উদ্বোধনী ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করে চরমাগুরীহাট ক্রিয়াচক্র ফুটবল একাদশ বনাম ইসলামপুর ফুটবল একাদশ।

উক্ত ফুটবল খেলায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, আনিছুর রহমান (রাজু) তাঁতী ও উপজাতি বিষয়ক সম্পাদক উপজেলা বিএনপি, সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব ছামিউল হক মেম্বার সভাপতি চিকাজানি ইউনিয়ন বিএনপি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতি চিকাজানি ইউনিয়ন বিএনপি, প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত ছিলেন মাসুদুর রহমান (বাকি) প্রমুখ। উক্ত খেলায় ২/১ গোলে চরমাগুরীহাট ক্রিয়া চক্র বিজয় লাভ করে। পরিশেষে পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে আয়োজক কমিটির অন্যতম সরকার জোবায়ের হোসেন সকল দর্শককে ধন্যবাদ জানান এবং আগামী ম্যাচগুলোতে সকলের উপস্থিতির জন্য আহ্বান জানান।