ভুটানের লিগে খেলতে যাওয়া জাতীয় নারী ফুটবল দলের কয়েকজন সদস্য দেশে ফিরেছেন। তবে টিকিট জটিলতার কারণে ভুটানে আটকা পড়েছেন ডিফেন্ডার শামসুন্নাহার সিনিয়র। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে সোমবার সকালে ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা ও মনিকা চাকমা ভুটান থেকে দেশে ফিরেছেন। জানা গেছে, বাংলাদেশ কোচ পিটার বাটলার জর্ডানে দুটি প্রীতি ম্যাচের জন্য পাঁচজন ফুটবলারকে ক্যাম্পে ডেকেছিলেন। এই পাঁচজনের মধ্যে চারজন ম্যাচ খেলে ভুটানে ফিরে গেছেন। তবে গোলরক্ষক রুপনা চাকমা তার ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডের কোনো ম্যাচ না থাকায় ভুটানেই থেকে যান। শামসুন্নাহার সিনিয়রেরও ঋতুপর্ণা ও মারিয়াদের সঙ্গেই দেশে ফেরার কথা ছিল। কিন্তু টিকিট সমস্যার কারণে তা সম্ভব হয়নি। তিনি আগামী ২১ জুনের ফ্লাইটে দেশে ফিরবেন বলে জানা গেছে।
ফুটবল
ঋতুপর্ণারা দেশে ফিরেছেন ২১ জুন আসছেন শামসুন্নাহার
ভুটানের লিগে খেলতে যাওয়া জাতীয় নারী ফুটবল দলের কয়েকজন সদস্য দেশে ফিরেছেন। তবে টিকিট জটিলতার কারণে ভুটানে আটকা পড়েছেন ডিফেন্ডার শামসুন্নাহার সিনিয়র। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে সোমবার সকালে ঋতুপর্ণা চাকমা