DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ফুটবল

সৌদিতে সুদানের দিকে তাকিয়ে বাংলাদেশ ফুটবল দল

২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের প্রস্তুতির লক্ষ্যে বাংলাদেশ ফুটবল দল সৌদি আরবে ক্যাম্প করছে। আফ্রিকার দেশ সুদানও ক্যাম্প করছে সেখানে।

স্পোর্টস রিপোর্টার
Printed Edition
bangladesh-football-saudia

২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের প্রস্তুতির লক্ষ্যে বাংলাদেশ ফুটবল দল সৌদি আরবে ক্যাম্প করছে। আফ্রিকার দেশ সুদানও ক্যাম্প করছে সেখানে।গতকাল শনিবার সুদানের বিপক্ষে বাংলাদেশের একটি অনুশীলন ম্যাচ খেলার কথা থাকলেও সেটি হবে না।

সৌদি থেকে বাফুফের পাঠানো এক বার্তায় বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেন, ‘সুদান দলের সঙ্গে গতকাল খেলা হওয়ার কথা ছিল। সুদানের কোচ ৮ বা ৯ মার্চের মধ্যে একদিন আমাদের সঙ্গে একটি ম্যাচ খেলতে চেয়েছিল। গত শুক্রবার রাতে ও গতকাল খেলার কথা জানিয়েছিল। তবে সকালে তারা জানিয়েছে খেলতে পারছে না। পরবর্তীতে তারা সময় জানাবে।ভারতের বিপক্ষে প্রস্তুতির জন্য সুদানের ম্যাচটি বাংলাদেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ।গতকালের ম্যাচ নিয়ে বাংলাদেশ শিবিরে অনেক পরিকল্পনা থাকলেও খেলা হয়নি।কখন খেলা হবে সেটা নির্ভর করছে মূলত সুদানের ওপরই। এখন পর্যন্ত নাকি সুদান খেলার ব্যাপারে ইতিবাচক। যদি শেষ পর্যন্ত খেলা না হয়, তাহলে বাংলাদেশের সৌদি সফর ও প্রস্তুতিতে ঘাটতি পড়বে।

ভিসা বিলম্বে পাওয়ায় একদিন পর সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশের সিনিয়র ডিফেন্ডার রহমত মিয়া। একদিন পিছিয়ে পড়লেও এতে সমস্যা দেখছেন না তিনি, ‘আমি দলের সঙ্গে ঢাকায়ও অনুশীলন করেছি। ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। এখানে এসে আবার অনুশীলন শুরু করেছি।’বাংলাদেশ দল গত বছরের এই সময়ে তায়েফে অনুশীলন ক্যাম্প করেছে। এবার আবহাওয়া একটু বেশি শীতল মনে হয়েছে রহমতের, ‘আমরা গত বছরও এখানে অনুশীলন করেছি। তখন এত ঠা-া অনুভূত হয়নি এবারের মতো। এটা আমাদের জন্য ইতিবাচকই হবে, ভারতের শিলংয়ে সন্ধ্যায় এরকম আবহাওয়া থাকবে।’ ভারত ম্যাচের আর সপ্তাহ দু’য়েক বাকি। তাই প্রতিপক্ষ বিশ্লেষণ নিয়ে কাজ শুরু করার কথা জানিয়েছেন জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন, ‘আমরা ভারতের দুর্বল দিক চিহ্নিত করে অনুশীলন করছি।’