১৯৮৭ সালের ২৪শে জুন। আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লিওনেল আন্দ্রেস কুচিত্তেনি মেসি। সবশেষ ফুটবল বিশ্বকাপে যার নেতৃত্বে তৃতীয়বার শিরোপা ঘরে তোলে আলবিসেলেস্তেরা। গতকাল সেই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসির জন্মদিন।

শৈশবে দাদির হাত ধরে ফুটবলের মাঠে পদচারনার শুরু এই আর্জেন্টাইন মহাতারকার। রোজারিও থেকে বার্সেলোনায় নিজের শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে পাড়ি জমান মেসি, যিনি এখন কোটি মানুষের অনুপ্রেরণার নাম।