এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ দল ১০ জুন সিঙ্গাপুরের মুখোমুখি হবে। জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে। ইতিমধ্যেই ম্যাচের টিবেট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। এই ম্যাচকে সামনে রেখে স্প্যানিশ কোচ হ্যারিয়ের কাবরেরার অধীনে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প ৩১ মে শুরু করার কথা ছিল, কিন্তু সেটি আরও একদিন এগিয়ে এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যার ফলে প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের খেলা ৪৮ ঘণ্টা এগিয়ে আনতে হয়েছে। রোববার (২৫ মে) বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও লিগ কমিটির চেয়ারম্যান সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান স্বাক্ষরিত সংশোধিত ফিকশ্চার ক্লাবগুলোকে পাঠানো হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের পাঁচ ম্যাচই ছিল ২৯ মে। বাফুফে চারটি ম্যাচ ২৭ মে এনেছে। চট্টগ্রাম আবাহনী ও ফর্টিজের ম্যাচটি ২৯ মে অনুষ্ঠিত হবে। এই চার দলের ম্যাচ এগিয়ে আনার কারণ জাতীয় দলের ক্যাম্প আগে ভাগে শুরু করা। ২৭ মে আট দলের খেলা শেষ হওয়ায় সেই ক্লাবের ফুটবলাররা দুই দিন বিশ্রাম পাবেন। জাতীয় দলের প্রস্তুতিতে সেটা সহায়ক হবে। সিঙ্গাপুর ম্যাচের আগে একটি প্রীতি ম্যাচ আয়োজন করছে বাফুফে। ৪ জুন জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। ভুটান ১ বা ২ জুন বাংলাদেশে আসতে পারে। এই ম্যাচটিকে কেন্দ্র করে দর্শকদের মাঝে রয়েছে ব্যাপক আগ্রহ। কারণ লাল-সবুজ জার্সী গায়ে ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরীর খেলা গ্যালারীতে বসে সরাসরি উপভোগ করবে দর্শকরা। তার সাথে যুক্ত হচ্ছে আরও দুই তারকা বাংলাদেশি বংশোদ্ভুত কানাডিয়ান শামিত সোম ও ইতালি লিগে খেলা ফাহমিদুল ইসলাম। সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে বাংলাদেশে আসছেন এই তিন প্রবাসী ফুটবলাররা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে হামজা চৌধুরী আগামী ২ জুন ঢাকায় আসবেন। তার আগে ৩০ মে দেশে আসছেন ইতালি থেকে ফাহমিদুল ইসলাম। এরপর ৩ জুন দেশে আসবেন কানাডিয়ান বংশোদ্ভূত ফুটবলার সমিত সোম। আগামী ৪ জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হামজা ও সমিতের অংশগ্রহণ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) শেষ হওয়া এবং ব্যক্তিগত ব্যস্ততার জন্য এই দুই ফুটবলারকে ম্যাচটিতে বিশ্রামে রাখা হতে পারে।