দীর্ঘ ১০ বছরের টটেনহ্যাম অধ্যায়ের ইতি টেনে দক্ষিণ কোরিয়ান সুপারস্টার সন হিউং-মিন পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে। জানা গেছে, তিনি মেজর লিগ সকার ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দিতে যাচ্ছেন। এই লিগেই খেলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ৩৩ বছর বয়সী সন গত সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পার থেকে বিদায় ঘোষণা করেন। যদিও সে সময় তিনি পরবর্তী গন্তব্য প্রকাশ করেননি, তবে এখন নিশ্চিত যে তার নতুন ঠিকানা হচ্ছে লস অ্যাঞ্জেলেস।
সূত্র অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসের সঙ্গে সনের আনুষ্ঠানিক চুক্তি বুধবারের মধ্যে সম্পন্ন হবে। ট্রান্সফার ফি ২৬ মিলিয়ন ডলার, যা ভেঙে দিয়েছে এমএলএসের (MLS) আগের রেকর্ড। এর আগে আটলান্টা ইউনাইটেডের ২২ মিলিয়ন ডলারে এমানুয়েল লাত্তে লাথকে দলে ভেড়ানোই ছিল সর্বোচ্চ ট্রান্সফার। ২০২৩ সালের জুনে সনের প্রতি আগ্রহ প্রকাশ করেছিল সৌদি ক্লাব আল ইত্তিহাদ। তারা মোটা অঙ্কের প্রস্তাবও দিয়েছিল। কিন্তু সন তখন ইউরোপে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার লস অ্যাঞ্জেলেস (LAFC) সেই সৌদি ক্লাবকে পেছনে ফেলে তাকে নিজেদের দলে টানতে সক্ষম হলো। এদিকে রোববার নিউক্যাসলের বিপক্ষে টটেনহ্যাম ক্যারিয়ারে নিজের শেষ ম্যাচটি খেলতে নামেন সন। ওই ম্যাচ ১-১ গোলে ড্র হলেও, সনকে দাঁড়িয়ে অভ্যর্থনা জানানো হয় এবং দু’দলের খেলোয়াড়দের পক্ষ থেকে দেওয়া হয় ‘গার্ড অব অনার’। ম্যাচের দ্বিতীয়ার্ধে তাকে যখন বদলি করা হয়, তখন দর্শকদের করতালিতে মাঠ ছাড়েন এই এশিয়ান ফুটবল কিংবদন্তি।