নেদারল্যান্ডসের সর্বকালের শীর্ষ গোলদাতা হয়েছেন মেমফিস ডিপাই। রবিবার রাতে লিথুয়ানিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ১১ মিনিটে তার ৫১তম আন্তর্জাতিক গোল করে রবিন ফন পার্সির রেকর্ড ভেঙে দেন করিন্থিয়ান্স ফরোয়ার্ড।ডিপাই ভলিতে গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে নেন। পরে কুইন্টেন টিমবার আরো একটি গোল করলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় ডাচরা।
তবে দ্রুতই গোল শোধ করে সমতায় ফেরায় লিথুয়ানিয়ার গভিডাস গিনেটিস ও এডভিনাস গির্ডভাইনিস। ৬৩ মিনিটে ডেনজেল ডামফ্রিসের ক্রসে হেড করে জয় নিশ্চিত করেন ডিপাই। তার আন্তর্জাতিক গোলের সংখ্যা এখন ৫২। যা ফন পার্সি থেকে দুই গোল বেশি। ডিপাই এর আগে খেলেছেন পিএসভি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিঁও, বার্সেলোনা এবং অ্যাতলেতিকো মাদ্রিদে। তিনি ২০১৩ সালে নেদারল্যান্ডসের হয়ে অভিষেক করেন এবং ২০১৪ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম গোল করেন। গত বছর তিনি ব্রাজিলের করিন্থিয়ান্সে যোগ দেন। ইন্টারনেট।