নেপালকে কথা দিলেও সেপ্টেম্বর উইন্ডোতে ভিয়েতনামের বিপক্ষে খেলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে। এ জন্য চেষ্টা চলছে নেপালের প্রতিপক্ষ হিসেবে কম্বোডিয়াকে রাজি করা। যদি এই মধ্যস্থতায় বাফুফে ব্যর্থ হয়, তবে হামজাদের খেলতে হবে নেপালের বিপক্ষেই। এদিকে, অনূর্ধ্ব-২৩ দলে ফাহামেদুল এবং কিউবা মিচেলের সঙ্গে ট্রায়ালে অংশ নেয়া প্রবাসীরাও যোগ দেবেন বলে জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। বাংলাদেশ যখন সেপ্টেম্বর উইন্ডোর প্রতিপক্ষ ঠিক করতে দ্বিধায়, তখন ইস্ট এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে হংকং। চয়ানার মতো বিশ্বকাপ খেলুড়ে দলের বিপক্ষে প্রমাণ করছে নিজেদের। অক্টোবরে এই দলটার বিপক্ষে দাঁড়াতে কতটা প্রস্তুত বাংলাদেশ? সেপ্টেম্বরে যে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, সেখানেও হ-য-ব-র-ল পরিস্থিতি। শুরুতে নেপালকে কথা দিলেও শেষদিকে ভিয়েতনাম সাড়া দেয়ায় বাফুফে ঝুকতে চায় সেদিকেই। নেপালও যাতে প্রতিপক্ষ শূন্য না থাকে এ জন্য কম্বোডিয়া নিয়ে মধ্যস্থতা করছে বাফুফে। তবে সব মিলিয়ে এই জটিল সমীকরণ সমাধান হওয়ার সম্ভাবনাই কম। শেষ পর্যন্ত প্রতিপক্ষ হিসেবে হয়তো জুটবে নেপালকেই। এ বিষয়ে জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘আমাদের সঙ্গে অন্য দল যারা আছে, তাদের সঙ্গে টাইমিংটা এবং তাদের ওখানে খেলা, আমাদের কোনটা ভালো হবে; এগুলো নিয়ে অনেকদিন ধরেই কাজ করছি। যেটা ভালো হবে, সেটাই আমরা সিদ্ধান্ত নিয়ে ঠিক করব। ম্যাচ ডে’র পরিকল্পনা যদি আমি ঠিকভাবে না করতে পারি, সেটার জন্য আমরা-ই ভুক্তভোগী হব। আমার মনে হয়, দিনশেষে ম্যাচ ডে’র প্রস্তুতিটাই এখন আসল।’ মৌসুমের মাঝপথে খেলার মধ্যে নেই বাংলাদেশের ফুটবলাররা। টিম ম্যানেজমেন্ট ফোকাস রাখছে তাই এএফসি কাপে অংশ নিতে যাওয়া দুই দল আবাহনী এবং বসুন্ধরা কিংসের দিকে। এছাড়াও অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই খেলতে যাওয়া দলের দিকেও থাকবে দৃষ্টি। কারণ এই দলে যোগ দেবেন ফাহামেদুল এবং কিউবা মিচেল। পাশাপাশি ট্রায়ালে আসা অন্তত ৭ জন প্রবাসীর জায়গা হবে প্রাথমিক দলে। আমের খান বলেন, ‘ফাহমেদুল, কিউবা মিচেল এসে যোগ দিবে। একটা ট্রায়াল নেয়া হয়েছে, সেখানে যে খেলোয়াড়রা এসেছিল তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এখানে বেশিরভাগ জাতীয় দলের অনূর্ধ্ব-২৩ বয়সীদের নেয়ার জন্য বলা হয়েছে। অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে যারা যাবে সে প্রস্তুতিটাই কিন্তু আমাদের হংকংয়ের বিপক্ষে ম্যাচের।’ প্রতিপক্ষরা বসে নেই, বসে নেই বাফুফেও। তবে ঠিকই ছুটিতে আছেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। ল্যাপটপ আর ইন্টারনেটেই তার আস্থা।
ফুটবল
ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ আয়োজনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে
নেপালকে কথা দিলেও সেপ্টেম্বর উইন্ডোতে ভিয়েতনামের বিপক্ষে খেলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে।
Printed Edition
