নারী জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগকে আমলে নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযোগ ওঠার পরপরই তদন্ত প্রক্রিয়া শুরুর প্রস্তুতির অংশ হিসেবে চার কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। ওএসডি হওয়া চার কর্মকর্তা হলেন দলের ম্যানেজার এস এম গোলাম ফায়েজ, ফিজিও সুরাইয়া আক্তার, কোচ মাহমুদ ইমন এবং বিসিবির কর্মকর্তা সারফরাজ বাবু। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তিনি জানান, এই ঘটনাটি বিসিবি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। অভিযোগের মূল কেন্দ্রবিন্দুতে থাকা মঞ্জুরুল ইসলাম, যিনি নারী দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক, বর্তমানে চীনে অবস্থান করছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিসিবির তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তকে তিনি স্বাগত জানাচ্ছেন এবং যেকোনো ধরনের তদন্তের মুখোমুখি হতে তিনি প্রস্তুত। এদিকে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেনÑবিসিবি পরিচালক রুবাবা দৌলা এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কমিটি নারী দলের ভেতরে ঘটে যাওয়া কথিত অসদাচরণ ও যৌন হয়রানির অভিযোগের বিষয়টি বিস্তারিত তদন্ত করে বিসিবির কাছে প্রতিবেদন জমা দেবে। তদন্ত শেষে কমিটির সুপারিশ জমা দেওয়ার পর সেই অনুযায়ী বোর্ড পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানিয়েছে বিসিবি। জাহানারার অভিযোগের ঘটনায় বিসিবি পরিচালক আসিফ আকবর মনে করেন, অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বা অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলার সুযোগ নেই। তবে কেউ যদি দোষী প্রমাণিত হয় তাহলে বিসিবি যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আসিফ। গতকাল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আসিফ বলেছেন, 'অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটাও অপরাধ। তো বিসিবি ১৫ দিন সময় নিয়েছে, একটা তদন্ত কমিটি করেছে। আমাদের অপেক্ষা করা উচিত ১৫ দিন। ১৫ দিন পরে যদি উল্টাপাল্টা কিছু হয় অবশ্যই আমরা ফেস করবো।'
ফুটবল
নারী ক্রিকেটারকে যৌন হয়রানি
বিসিবির তিন সদস্যের তদন্ত কমিটি গঠিত
নারী জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগকে আমলে নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযোগ ওঠার পরপরই তদন্ত প্রক্রিয়া শুরুর প্রস্তুতির অংশ হিসেবে