উজবেকিস্তানের ফুটবলারকে তার বকেয়া টাকা বুঝিয়ে না দেয়ায় ফকিরেরপুল ইয়ংমেন্সের ওপর ফিফার নিষেধাজ্ঞার খড়গ নেমে আসে। দেরিতে হলেও অবশেষে উজবেক খেলোয়াড়কে সে অর্থ পরিশোধ করতে পেরেছে বাংলাদেশি ক্লাবটি। এত করে ইংমেন্সের নিষেধাজ্ঞার প্রত্যাহার করে আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দিয়েছে ফিফা।

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ক্লাবটির সাধারণ সম্পাদক আহমেদ আলী সংবাদমাধ্যমে বলেন, ‘আমাদের দলবদলে আর কোনো বাঁধা নেই। আমরা উজবেকিস্তান খেলোয়াড়কে টাকা দিয়েছি। তাই ফিফাও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ফুটবল ফেডারেশন আমাদের ক্লাবের কর্মকর্তাসহ সকলকে ধন্যবাদ জানাতে চাই। সবার সহযোগিতায় এটি সম্ভব হয়েছে।’ ফকিরেরপুল ইয়ং মেন্সের নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে লীগে বিকল্প হিসেবে ঢাকা ওয়ান্ডারার্সকে খেলানোর কথা ভাবছিল বাফুফে। তবে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ওয়ান্ডারার্সের সে সুযোগ আর থাকছে না।