ইসরায়েলি ফুটবল ক্লাব মাকাবি তেল আবিবের সমর্থকদের আগামী মাসে যুক্তরাজ্যে অ্যাস্টন ভিলার বিপক্ষে ইউরোপা লিগ ম্যাচে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে নিরাপত্তাজনিত কারণে। ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বার্মিংহাম সিটির সেফটি অ্যাডভাইজরি গ্রুপ (এসএজি) যারা ভিলা পার্কে অনুষ্ঠিত ম্যাচগুলোর নিরাপত্তা সার্টিফিকেট প্রদান কওে অ্যাস্টন ভিলাকে জানিয়েছে, মাকাবি তেল আবিবের কোনো বিদেশি সমর্থক ওই ম্যাচে উপস্থিত থাকতে পারবে না।