স্প্যানিশ লা লিগায় কিলিয়ান এমবাপ্পে নিষিদ্ধ হবেন সেট অনুমিতই ছিল। লীগে শেষ ম্যাচে আলভেসের বিপক্ষে মারাত্মক এক ফাউলের কারণে সরাসরি লাল কার্ড দেখেন এই ফরাসি তারকা। এ কারণে মঙ্গলবার এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। জনপ্রিয় ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডট কম দাবি করে, সর্বোচ্চ ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন এমবাপ্পে। গত রোববার ১-০ গোলে জয়ের দিন আলাভেসের মাঠে আন্তনিও ব্লাঙ্কোকে মারাত্মকভাবে ট্যাকেল করে বসেন এই বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার। ম্যাচের ৩৮তম মিনিটে ঘটনাটি ঘটে। মাঝমাঠের একটু ভেতর থেকে আক্রমণের উদ্দেশ্যে সতীর্থের দিকে বল বাড়াতে চান ব্লাঙ্কো। বাঁ পাশ থেকে একপ্রকার উড়ে এসে এই স্প্যানিশ মিডফিল্ডারের পায়ে বাজেভাবে আঘাত করে বসেন এমবাপ্পে। ইন্টারনেট
ফুটবল
লা লিগায় এক ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে
স্প্যানিশ লা লিগায় কিলিয়ান এমবাপ্পে নিষিদ্ধ হবেন সেট অনুমিতই ছিল। লীগে শেষ ম্যাচে আলভেসের বিপক্ষে মারাত্মক এক ফাউলের কারণে সরাসরি লাল কার্ড দেখেন এই ফরাসি তারকা।