২০২০ সালের ২৫ নভেম্বর মারা যান সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টাইন এই কিংবদন্তিকে সমাহিত করা হয় তার দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ছাড়াই। মৃত্যুর কারণ নির্ণয়ের অংশ হিসেবে ম্যারাডোনার হৃদ্যন্ত্রসহ যকৃৎ, কিডনির মতো আরও কিছু অঙ্গ বের করে নেওয়া হয়েছিল। যার মধ্যে হৃৎপিণ্ড এখনো পুলিশের জিম্মায় আছে। দিয়ারিও এএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার বুয়েনস এইরেস প্রাদেশিক পুলিশের প্যাথলজি দপ্তরে ফরমালিনে সংরক্ষিত অবস্থায় রাখা আছে অঙ্গটি। এর ওজন ছিল ৫০৩ গ্রাম, যা স্বাভাবিক একটি হৃৎপিণ্ডের প্রায় দ্বিগুণ। আগের বেশ কয়েকটি মাইক্রো-ইনফার্কশনের (রক্ত চলাচল ব্যাহত হওয়া মৃত কোষ) দাগও ছিল তাতে। তদন্তে অঙ্গটিকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ধরা হয়েছিল।

হৃৎপিণ্ডের প্রতীকী গুরুত্বের কারণেই বাড়ানো হয় নিরাপত্তা। আর্জেন্টিনার বিচার বিভাগীয় নথিতে উল্লেখ আছে—কিছু গোষ্ঠী এটিকে স্মারক হিসেবে চুরি করার পরিকল্পনা করেছিল। তখনই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, ম্যারাডোনার মৃতদেহের সঙ্গে হৃদ্যন্ত্রটি সমাহিত করা হবে না।বর্তমান সংরক্ষণ প্রটোকল অনুযায়ী, কমপক্ষে ১০ বছর হৃৎপিণ্ডটি পুলিশের সুরক্ষায় রাখতে হবে। এরপর পরিবারের মতামত, আদালতের নির্দেশনা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হতে পাওে হৃদ্যন্ত্রটি শেষ পর্যন্ত ম্যারাডোনার কবরেই রাখা হবে কি না। ইন্টারনেট।