বিশ্বকাপ বাছাইপর্বের আগে বুয়েনস আইরেসে ‘লিওনেল মেসি অনুশীলন সেন্টারে’ সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করেছেন লিওনেল মেসি। সাত মাসের আন্তর্জাতিক বিরতির পর সোমবার নিজের নামের আঙিনায় নিজেকে ঝালিয়ে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। বিশেষ গত বছরের নভেম্বরে আর্জেন্টিনার হয়ে খেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি। পেশির চোটের কারণে বাইরে ছিলেন গত মার্চে হওয়া বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দু’টিতে। সে সময় নিজেদের এই তারকা ফরোয়ার্ডকে ছাড়াই বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। কিছুদিন আগে অবশ্য মাঠে কিছুটা বিবর্ণ ছিলেন ৩৭ বছর বয়সী মেসি। তবে সবশেষ দুই ম্যাচে মহারাজাকে দেখা গেছে নিজের চিরচেনা রূপেই। গত বুধবার আমেরিকান মেজর লীগ সকারের ম্যাচে (এমএলএস) মন্ট্রিয়ালের বিপক্ষে জোড়া গোল করেন তিনি। পরে রোববার কলম্বাস ক্রুর বিপক্ষে ৫-১ গোলে জয় তুলে নেয় হাভিয়ের মাশচেরানোর মায়ামি। সেই ম্যাচের নায়কও দুই গোল করা ‘লা পুলগা’। পরপর দুই সপ্তাহে তিনি পান ‘প্লেয়ার অব দ্য উইক’ স্বীকৃতি। আগামী ৬ই জুন সকালে চিলির মাঠে প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ১১ই জুন পরের ম্যাচে কলম্বিয়াকে নিজেদের মাঠে আতিথেয়তা দেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। মেসির দলে ফেরার পাশাপাশি লিওনেল স্কালোনির স্কোয়াডে রয়েছে তিনটি নতুন মুখ। তারা হলেন দুই ডিফেন্ডার কেভিন লোমানাকো, মারিয়ানো ট্রোইলো এবং ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো। ইন্টারনেট।