মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে পথ হারাল বাংলাদেশের মেয়েরা। তারা প্রতিপক্ষ ভারতের সামনে দাঁড়াতেই পারেনি। হেরে গেছে ২-০ গোলে। যদিও টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে আয়োজক ভুটানকে ৩-১ গোলে পরাজিত করে আসর শুরু করে লাল-সবুজের মেয়েরা। বিপরীতে, নেপালকে ৭-০ গোলে হারিয়ে শক্তিমত্তার প্রমাণ দেয়া ভারতীয় মেয়েরা শুক্রবার বাংলাদেশকে হারিয়ে তাদের সেই জয়ের ধারাবাহিকতাই ধরে রাখল। গতকাল চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরে গেছে বাংলাদেশের মেয়েদের অ-১৭ ফুটবল দল। ভারতের হয়ে পার্ল ফার্নান্দেস ও বোনিফিলিয়া শুল্লাই গোল দুটি করেন। ম্যাচের ১৪ মিনিটে পার্ল ফার্নান্দেসের জোরালো শটে এগিয়ে যায় ভারত। এরপর বাংলাদেশের পক্ষেও কিছু সুযোগ ছিল সমতা ফেরানোর, তবে ফিনিশিংয়ে ব্যর্থ হন তারা। ম্যাচের ৭৬ মিনিটে বদলি খেলোয়াড় বোনিফিলিয়া শুল্লাই দ্বিতীয় গোলটি করেন, যা ম্যাচের চূড়ান্ত রূপ দেয়। প্রথমার্ধে বাংলাদেশ হাই-লাইন ডিফেন্সে খেললেও ভারতের আক্রমণ দলকে বারবার সমস্যায় ফেলেছিল। গোলরক্ষক ইয়ারজান ও রক্ষণভাগের ব্যর্থতায় প্রথম গোল হজম করতে হয় বাংলাদেশকে। দ্বিতীয়ার্ধে খেলোয়াড়দের কিছু পরিবর্তন করার পরও কোনো উল্লেখযোগ্য আক্রমণ গড়ে তুলতে পারেনি অর্পিতা বিশ্বাসের দল।