বড় অঘটন ঘটেছে ইউরোপিয়ান ফুটবলে। স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে প্রথম হারের স্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। ইংলিশ প্রিমিয়ার লিগেও রিয়ালের মতো শতভাগ জয়ের ধারায় ছেদ পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের। ঘরের মাঠে চেলসি হারলেও গোল উৎসবে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। আর প্রিমিয়ার লিগে প্রমোশন পাওয়া স্যান্ডারল্যান্ডের চমক চলছেই। লিগে প্রথম ৬ ম্যাচের সব কটিতে জিতেছিল রিয়াল মাদ্রিদ। অ্যাটলেতিকো মাদ্রিদের জয় ছিল ৬ ম্যাচে মাত্র দুটি। এরপরও খেলাটা অ্যাটলেতিকো মাঠে বলে আর এ দুই দলের লড়াইটা ‘মাদ্রিদ ডার্বি’ বলে অ্যাটলেতিকোকে খুব পিছিয়ে রাখার সুযোগ ছিল না। শনিবার রাতে অ্যাটলেতিকোর মাঠ মেত্রোপলিতানোয় ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ। দীঘ ৭৫ বছর পর নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে ৫ গোল হজম করল তারা। সর্বশেষ ১৯৫০ সালের নভেম্বরে ৬-৩ গোলে হেরেছিল লস ব্লাঙ্কোসরা। ম্যাচের শুরুতে স্প্যানিশ সেন্টার ব্যাক রবিন লে নরমান্দের গোলে এগিয়ে যায় অ্যাটলেতিকো। তবে ১০ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে এগিয়ে যায় রিয়াল। ২৫তম মিনিটে আর্দা গুলেরের বাড়ানো বলে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। লিগে এটি ৭ ম্যাচে তার অষ্টম গোল। ৩৬তম মিনিটে রিয়াল ২-১ ব্যবধানে এগিয়েও যায়। বাইলাইন থেকে ভিনিসিয়ুস জুনিয়রের পাঠানো বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন গুলের। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কোকের অ্যাসিস্টে হেডে অ্যাটলেতিকোর পক্ষে স্কোরলাইন ২-২ করেন আলেক্সান্ডার সরলথ। দ্বিতীয়ার্ধে অ্যাটলেতিকো একের পর এক গোল করে রিয়ালকে হতাশায় ডোবায়। ৪৯তম মিনিটে পেনাল্টিতে ৩–২ করেন হুলিয়ান আলভারেজ। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড ৬৩তম মিনিটে বক্সের বেশ দূর থেকে নেয়া ফ্রি কিক থেকে ব্যবধান আরও বাড়ান। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করেন আঁতোয়ান গ্রিজমান। বড় হারের পরও ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে রিয়াল। অ্যাটলেতিকো মৌসুমের তৃতীয় জয়ে মোট ১২ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে। বার্সেলোনা ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জিতলে শীর্ষে উঠে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা। ইন্টারনেট।