বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর এবার ফেডারেশন কাপে হোঁচট খেলো দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। মঙ্গলবার কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে ফর্টিসের সাথে ১-১ ড্র করে মোহামেডান। পুলিশ এফসিকে হারিয়ে ফেডারেশন কাপ শুরুর পর, দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল প্রতিযোগিতার ১১ বারের চ্যাম্পিয়নরা। বড় ধরনের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলোয়াড়দের বকেয়া বেতন, পরিচালক ও ফুটবল কমিটির চেয়ারম্যানের পদ থেকে গোলাম মোহাম্মদ আলমগীরের পদত্যাগ-সাম্প্রতিক সময়ে এমন নানা নেতিবাচক ইস্যুতে আলোচনায় মোহামেডান। যার প্রভাব মাঠের পারফরম্যান্সও পড়েছে। জানা গেছে, বেতন-ভাতা বকেয়া থাকায় মঙ্গলবার মাঠে নামা নিয়েই তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সমর্থকদের কথা ভেবে শেষ পর্যন্ত খেলেছেন কোচ আলফাজের শিষ্যরা। ফেডারেশন কাপের ম্যাচে ফর্টিস এফসির বিপক্ষে এক গোল পিছিয়ে পড়েও ১-১ ব্যবধানে ড্র করেছে সাদা-কালোরা। এই ড্রয়ে চার পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে রয়েছে। বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের শেষ ম্যাচে ফকিরেরপুলের কাছে হেরেছিল মোহামেডান। গতকাল ফর্টিসের বিপক্ষে হার এড়িয়েছে শেষ মুহূর্তের গোলে। ম্যাচের শেষ দিকে গোল করেন স্যামুয়েল বোয়েটাং। তার গোলে এক পয়েন্ট বাঁচিয়ে মাঠ ছাড়তে পারে আলফাজের দল। ম্যাচের প্রথমার্ধে সুবিধা ছিল ফর্টিসের পক্ষে। শুরুতেই তৃতীয় মিনিটে গোলের সুযোগ পান ফর্টিসের পা ওমর বাবু। তবে তার শট ঠেকিয়ে দেন মোহামেডানের গোলরক্ষক সাকিব আল হাসান। দুই মিনিট পর আবারও বিপজ্জনক অবস্থায় পৌঁছান তিনি, তবে রক্ষণভাগের বাধায় গোল পাননি।
সপ্তম মিনিটে পা ওমর বাবুর ক্রসে রিয়াজ উদ্দিন সাগরের হেড বাইরে গেলে সুযোগ নষ্ট হয় ফর্টিসের। ১৮ মিনিটে নিজেদের বোঝাপড়ার ভুলে আরও একটি সুযোগ হাতছাড়া করে তারা। বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে সতীর্থ সাজেদের কাছে বল বাড়ান ওমর বাবু, কিন্তু সঠিক সময়ে বল নিয়ন্ত্রণে নিতে না পারায় আর গোল হয়নি।২২ মিনিটে ওমর বাবুর বাঁ পায়ের শট সাইড নেটে লাগে। তবে ২৭ মিনিটে আর রক্ষা হয়নি মোহামেডানের। সতীর্থের থ্রো ইন থেকে প্রথমে হেড করেন অনন্ত তামাং, তা ঠেকিয়ে দেন গোলরক্ষক সাকিব। ফিরতি বলে পা ওমর বাবুর হেডও রুখে দেন তিনি। কিন্তু দ্বিতীয় রিবাউন্ডে ওকাফরের হেড ঠেকানোর কোনো উপায় ছিল না সাকিব আল হাসানের। ৩২ মিনিটে ওমর বাবুর কাট-ব্যাক থেকে শট নেন ওমর আবদুল্লাহ, তবে সাকিব আল হাসান ফিস্ট করে বিপদমুক্ত করেন। আট মিনিট পার্থক্যে চোট পেয়ে মাঠ ছাড়েন ওমর বাবু। তার বদলি হিসেবে নামেন সাজ্জাদ। ৪১ মিনিটে মনজুর রহমানের ভুলে বল পেয়ে যান মোহামেডানের বোয়েটাং, তবে তার জোরালো শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়। দ্বিতীয়ার্ধেও সমতায় ফেরার চেষ্টা করে মোহামেডান। ৬৪ মিনিটে মোজাফরভের লং ক্রসে মেহেদী মিঠুর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৮ মিনিটে রহিম উদ্দিনের ক্রসে বোয়েটাংয়ের হেড ফেরান ফর্টিস গোলরক্ষক সুজন পেরেইরা। ৮৫ মিনিটে সহজ সুযোগ মিস করেন বোয়েটাং। কিন্তু পরের মিনিটেই সেই বোয়েটাং দলের হয়ে সমতা ফেরান নিখুঁত শটে। এরপর দুই দলই আক্রমণ চালালেও আর কোনো গোল হয়নি। এদিকে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্টিত দিনের অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসি ১-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছে। ম্যাচের ৮০ মিনিটে পাওলো সান্তোসের একমাত্র গোলেই জয় পায় পুলিশ। এই জয়ে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।