থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ ফুটসাল টুর্নামেন্টে বাংলাদেশ পুরুষ দল হতাশাজনক পারফরম্যান্স করেছে। শনিবার নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ দল ৪-১ গোলে নেপালের কাছে হেরেছে। ছয় ম্যাচের মধ্যে বাংলাদেশ তিন ম্যাচেই পরাজিত হয়েছে। নেপালের বিপক্ষে হেরে বাংলাদেশ ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। নেপাল জিতে ৮ পয়েন্টে তৃতীয় স্থানে। তাদের হাতে এখনো এক ম্যাচ রয়েছে। একমাত্র বাংলাদেশেরই সবগুলো ম্যাচ শেষ। গতকাল বাংলাদেশ জিতলে ১০ পয়েন্ট নিয়ে অন্তত ব্রোঞ্জ জয়ের সুযোগ ছিল। নেপালের বিপক্ষে হারায় সেটা আর হয়নি। ম্যাচের ১৪ মিনিটে নেপাল গোল করে এগিয়ে যায়। প্রথমার্ধে নেপাল ১-০ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে। ২৯ মিনিটে আরেকটি গোল করে নেপাল। ৫ মিনিট পর রাহবার খানের গোলে বাংলাদেশ খেলায় ফেরার চেষ্টা করে। ৩৪ ও ৩৭ মিনিটে নেপাল আরও দুই গোল করলে বাংলাদেশ বড় ব্যবধানের হেরে টুর্নামেন্ট শেষ করে।
ফুটবল
নেপালের কাছে হেরে পদক শূন্য বাংলাদেশ
থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ ফুটসাল টুর্নামেন্টে বাংলাদেশ পুরুষ দল হতাশাজনক পারফরম্যান্স করেছে। শনিবার নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ দল ৪-১ গোলে নেপালের কাছে হেরেছে। ছয় ম্যাচের মধ্যে বাংলাদেশ তিন ম্যাচেই পরাজিত হয়েছে।