বাংলাদেশের অ-১৭ বাফুফে একাডেমি দল দল চীনের উদ্দেশ্যে রাতে রওনা হয়েছে। চীনের লিজাংয়ে দ্বিতীয় তিয়ান লিউফাং কাপে খেলবে বাফুফে একাডেমির অ-১৭ পর্যায়ের খেলোয়াড়রা। বৃহস্পতিবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির কোচ সাবেক জাতীয় ফুটবলার ইমাদুল হক খান বলেন, ‘ছোটন ভাইয়ের ক্যাম্পে ৪০ জনের বেশি খেলোয়াড় ছিলেন। সেখান থেকে ২৩ জন সাফ খেলতে গেছেন। বাকিদের মধ্যে থেকে ১৮ জনকে চীনে নেয়া হচ্ছে। এটা ফুটবলারদের জন্য ভালো শিক্ষা ও অভিজ্ঞতা হবে।’ ১৮ জনের স্কোয়াডে ৫ জন বিকেএসপির, ৩ জন শামসুল হুদা একাডেমির, একজন নোয়াখালীসহ বাকিরা বিভিন্ন একাডেমি থেকে এসেছেন। বাফুফে সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী তার প্রতিষ্ঠান রেডিয়্যান্ট ফার্মাসিটিক্যালস থেকে এই সফরের পৃষ্ঠপোষকতা করছে।
ফুটবল
চীন গেল বাফুফে একাডেমি দল
বাংলাদেশের অ-১৭ বাফুফে একাডেমি দল দল চীনের উদ্দেশ্যে রাতে রওনা হয়েছে।