চকরিয়া সংবাদদাতা: চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড বিনামারা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে আধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি প্রদত্ত অলিম্পিক ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (১৩ জুন) বিনামারা পুরাতন জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে টাইব্রেকারে বিনামারা টাইগার স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পশ্চিম বিনামারা ফুটবল একাডেমি। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি। সংসদের সভাপতি মোহাম্মদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হানুল হক রিপনের সঞ্চালনায় অতিথিবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য শেষে খেলায় বিজয়ী ও বিজিতদলের খেলোয়াড়দের হাতে ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।
ফুটবল
বিনামারা আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড বিনামারা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে আধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি প্রদত্ত অলিম্পিক ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (১৩ জুন) বিনামারা
Printed Edition
