ফুটবল-অ্যাথলেটিক্স-ফুটবল, এমন এক বৃত্তেই রয়েছেন উম্মে হাফসা রুমকি। এক সময় ফুটবল খেলেছেন। বয়সভিত্তিক মেয়েদের তেকাঠির নীচে ছিলেন অতন্দ্র প্রহরী। মাঝে আট বছর অ্যাথলেটিক্সে হাইজাম্প করেছেন। এখন আবার ফুটবলে যোগ দিচ্ছেন। এটাই তার স্বপ্ন ছিল। তাইতো নৌবাহিনীর চাকরি ছেড়ে দিয়ে অনূর্ধ্ব-২০ নারী দলের গোলকিপার কোচ হিসাবে যোগ দিচ্ছেন শুক্রবার। বিষয়টি নিশ্চিত করেছেন রুমকি, ‘কোর্স ও ডিপ্লোমা সব শেষ। অপেক্ষার প্রহর শেষ হয়েছে। এখন কাজে নামার পালা। শুক্রবার বিমানে চড়ে চট্টগ্রামে যাবো অনূর্ধ্ব-২০ মেয়েদের দলের গোলকিপিং কোচ হিসাবে যোগ দিতে।’

৮ বছর আগেও ফুটবল মাঠ দাপিয়ে বেড়িয়েছেন উম্মে হাফসা রুমকি। বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে দেশের বাইরেও খেলেছেন সিরাজগঞ্জের এ যুবতী। অ্যাথলেটিকস ও ফুটবল পাশাপাশিই খেলতেন। ২০১৭ সালে ফুটবলকে বিদায় জানিয়ে পুরোপুরি মনোনিবেশ করেন অ্যাথলেটিকসে। হাইজাম্পে এরই মধ্য ৬টি স্বর্ণ, ৫টি রূপা ও ২টি ব্রোঞ্জ জিতেছেন। জাতীয় রেকর্ড ভেঙ্গেছেন দুইবার। উচ্চতা ৫ ফুট সাড়ে ৭ ইঞ্চি। লিকলিকে দেহ। ২৪ বছরের উম্মে হাফসা রুমকি যেন বাতাস কেটেই লাফাতেন।

ক্লাবগুলোতে যে কারণে ফিফার নিষেধাজ্ঞা আসছে

স্পোর্টস রিপোর্টার : এক মৌসুমে এর আগে কখনও এত বেশি ক্লাবের ওপর ফিফার নিষেধাজ্ঞা আসেনি।সম্প্রতি বাংলাদেশ ফুটবল লিগে এখন পর্যন্ত ক্লাবগুলোর ওপর আগে-পরে মিলিয়ে ৭টিসহ মোট ১১টি অভিযোগের প্রেক্ষিতে ফিফার নিষেধাজ্ঞা ঝুলছে। এর মধ্যে এই সংক্রান্ত অভিযোগ সর্বোচ্চ ৫টি বসুন্ধরা কিংসের, দ্বিতীয় সর্বোচ্চ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের তিনটি, মোহামেডান, আবাহনী ও ফেনী সকারের আছে একটি করে। গত সপ্তাহে মোহামেডানের ওপর শাস্তির খড়গ নেমেছিল। এবার চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীও একই শাস্তি পেয়েছে। ফুটবলার বা কোচের প্রাপ্য বকেয়া পরিশোধ না করা পর্যন্ত এই শাস্তি বহাল থাকে। এর আগে ইয়ংমেন্স ফকিরেরপুলের ওপর উজবেকিস্তানের খেলোয়াড়ের অভিযোগের ভিত্তিতে নিষেধাজ্ঞা ছিল। পরে অর্থ পরিশোধ করায় সেটি উঠে যায়। এবার এতবেশি ক্লাবের ওপর নিষেধাজ্ঞার পেছনে ভিন্ন কারণ দেখছেন সংগঠকরা। ক্লাবগুলো এখন আর্থিক সংকটে ভুগছে। পূর্বে যারা ডোনার ছিল তাদের অধিকাংশই এখন আর ক্লাবের সঙ্গে সম্পৃক্ত নেই।

এই প্রসঙ্গে ইয়ংমেন্সের কর্মকর্তা আহমেদ আলী আগেই বলেছিলেন, ‘আগে যারা ক্লাব চালাতো তারা নেই। তাদের ভুলের কারণে সমস্যা হয়েছিল। আমরা নতুনভাবে এসে সমস্যার সমাধান করেছি।’