এ বছরের শুরুতে ভারতের কেরালা রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান দিয়েছিলেন সুখবর, ‘লিওনেল মেসিসহ পুরো আর্জেন্টিনা টিম আসছে ভারতে।’ মেসিদের জন্য একটি প্রীতি ম্যাচের আয়োজনও করতে চাইছে কেরালা সরকার। এরমাঝেই ভারতবাসীরা পেয়েছেন আরেকটি সুখবর। ডিসেম্বরে মেসি যাচ্ছেন ভারতের তিন শহরে। দেশটির গণমাধ্যম এই সময় জানিয়েছে, মেসির ভারত সফরের পূর্ণাঙ্গ সূচি। তবে এখনও নিশ্চিত নয় মেসি ঠিক কবে যাচ্ছেন। সম্ভাব্য হিসেবে ডিসেম্বরকে বেছে নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে তোড়জোড়ও চলছে ভারতের তিন শহরে। লিওকে ভারত সফরে আনার উদ্যোগ নিয়েছেন স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত। তার বরাতে এই সময় জানিয়েছে, কলকাতা, দিল্লি ও মুম্বাইতে নামবেন মেসি। ইন্টারনেট
ফুটবল
ভারতের তিন শহরে ৪ ঘণ্টা সময় কাটাবেন মেসি
এ বছরের শুরুতে ভারতের কেরালা রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান দিয়েছিলেন সুখবর, ‘লিওনেল মেসিসহ পুরো আর্জেন্টিনা টিম আসছে ভারতে।’ মেসিদের জন্য একটি প্রীতি ম্যাচের আয়োজনও করতে চাইছে কেরালা সরকার।