বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির দুর্দান্ত জোড়া গোলে ৩-১ ব্যবধানে ন্যাশভিল এসসি-কে হারিয়েছে ইন্টার মায়ামি।
শনিবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে উড়ন্ত হেডে চোখ ধাঁধানো এক গোল করেন মেসি, যা দর্শকদের মুগ্ধ করে। ম্যাচের আগেই তাকে গোল্ডেন বুট পুরস্কার তুলে দেন মেজর লিগ সকার (এমএলএস)-এর কমিশনার ডন গারবার।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে ছিল মায়ামি। ১৯তম মিনিটে লুইস সুয়ারেজের ক্রসে বক্সের মাঝামাঝি দাঁড়িয়ে থাকা মেসি শূন্যে ভেসে হেডে বল পাঠান জালে—দলকে এগিয়ে দেন ১-০ ব্যবধানে। প্রথমার্ধের বাকি সময়েও তারা ব্যবধান ধরে রাখে।
দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে তাদেও আলেন্দে স্কোরলাইন ২-০ করেন। এরপর নির্ধারিত সময়ের শেষে যোগ হওয়া অতিরিক্ত সময়ে ষষ্ঠ মিনিটে মেসি নিজের দ্বিতীয় গোলটি করেন। ন্যাশভিল গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বলটি তিনি ঠান্ডা মাথায় ফাঁকা জালে পাঠান।
অতিরিক্ত সময়ে হানি মুখতার একটি গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি ন্যাশভিল এসসি। ফলে ম্যাচ শেষ হয় ৩-১ ব্যবধানে ইন্টার মায়ামির জয় দিয়ে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডন গারবার বলেন, আমরা কখনো ভাবিনি মেসি এই লিগ, এই ক্লাব ও এই শহরের জন্য এতটা প্রভাব ফেলবে। তিনি মেজর লিগ সকারের চেহারাই বদলে দিয়েছেন। আগামী তিন বছর তাকে পেয়ে আমরা ভাগ্যবান।”
এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করল ইন্টার মায়ামি, আর মেসি আবারও প্রমাণ করলেন—বয়স তার ফুটবল জাদু থামাতে পারেনি।