বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের গত মৌসুমে ট্রেইনার ছিলেন ফরাসি খলিল চাকরৌন। ক্লাবের সঙ্গে দেনা-পাওনা সংক্রান্ত দূরত্বে তিনি ফিফায় অভিযোগ করেছিলেন। কিংসের বিরুদ্ধে ফিফায় অভিযোগ করা সেই খলিলই আবার দিন তিনেক আগে ঢাকায় এসে দ্বিতীয় মেয়াদে কিংসের ট্রেইনারের দায়িত্ব নিয়েছেন। ফিফায় বাংলাদেশের ক্লাব কিংবা ফেডারেশনের বিপক্ষে অভিযোগ করে আবার কোনো বিদেশি কোচ, ফুটবলারের বাংলাদেশে আসার ঘটনা সেই অর্থে নেই। ফরাসি ট্রেইনার খলিল সেই ব্যতিক্রম ঘটনার অবতারণা করেছেন। পুনরায় কিংসে কাজ করতে আসার কারণ সম্পর্কে খলিল বলেন, ‘আমাদের দুই পক্ষের মধ্যে নতুন চুক্তি হয়েছে। এতে বিগত সমস্যার আমরা একটা মধ্যস্থতায় পৌঁছেছি। এজন্য আমি আমার আইনজীবীকে ফিফায় অভিযোগ প্রত্যাহার করতে বলেছি।