এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই খুশিতে ঋতুপর্ণা চামকা, আফঈদা খন্দকারদের সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি বিষয়টি নিশ্চিত করেছে।
হাতিরঝিলের এম্ফিথিয়েটারে রোববার (৬ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ৩০ মিনিটে সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু হবে। মূলত সব ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে পেতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
রোববার সন্ধ্যা সাতটার দিকে মিয়ানমার ছাড়বে বাংলাদেশ নারী ফুটবল দল। রাত নয়টায় ব্যাংককে ৩ ঘণ্টার ট্রানজিট নেবে পিটার বাটলারের দল। ট্রানজিট শেষে রাত ১২টায় ঢাকার বিমানে চড়বে বাংলাদেশ। দেড় ঘণ্টার ভ্রমণ শেষে রাত দেড়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা তাদের। সেখান থেকে বাংলাদেশ দলকে সরাসরি হাতিরঝিলে নিয়ে যাওয়া হবে। লিগ ফুটবলে অংশ নিতে সোমবার (৭ জুলাই) সকালেই ভুটানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ঋতুপর্ণা ও মনিকা চাকমা।