সুইডেনের শীর্ষ লীগ আলসভেনসকানের দল মিয়ালবি। দেশটির দক্ষিণাঞ্চলের জেলে গ্রাম হ্যালেভিকের ক্লাবটি এক রূপকথার জন্ম দিয়েছে। যে গ্রামের জনসংখ্যা স্রেফ হাজারের কাছাকাছি, সেখানকার ক্লাবটি প্রথমবারের মতো সুইডেনের শীর্ষ লীগ নিজেদের করে নিয়েছে। ৮৬ বছরের পুরনো ক্লাবটির এই অনন্য কীর্তিকে লেস্টার সিটির ঐতিহাসিক প্রিমিয়ার লীগ জয়ের সঙ্গে তুলনা করছে নিউ ইয়র্ক টাইমসের খেলাভিত্তিক সেকশন দ্য অ্যাথলেটিক। ২০১৫-১৬ মৌসুমে ফুটবল বিশ্বকে অবাক করে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগ টাইটেল জেতে লেস্টার। দ্য অ্যাথলেটিকের মতে, ইউরোপিয়ান লীগগুলোর মধ্যে এবার মিয়ালবিও এক অপ্রত্যাশিত চ্যাম্পিয়ন। যেবার লেস্টার প্রিমিয়ার লীগ জিতল, তখন সুইডিশ ক্লাবটি দেশের ফুটবলের তৃতীয় স্তরে অবস্থন করছিল। ১৯৩৯তে যাত্রা শুরুর পর এ পর্যন্ত স্রেফ ১৩ মৌসুম সুইডেনের শীর্ষ লীগে খেলার সুযোগ পায় মিয়ালবি। ২০২০-এর পর শীর্ষ লীগ থেকে আর অবনমন হয়নি ক্লাবটির। সোমবার গোথেনবার্গের সঙ্গে ২-০ গোলের জয়ে এবার লীগই জিতে নিল তারা। ইন্টারনেট
ফুটবল
সুইডেনে রূপকথা লিখল মিয়ালবি
সুইডেনের শীর্ষ লীগ আলসভেনসকানের দল মিয়ালবি। দেশটির দক্ষিণাঞ্চলের জেলে গ্রাম হ্যালেভিকের ক্লাবটি এক রূপকথার জন্ম দিয়েছে। যে গ্রামের জনসংখ্যা স্রেফ হাজারের কাছাকাছি, সেখানকার ক্লাবটি প্রথমবারের মতো সুইডেনের শীর্ষ লীগ নিজেদের করে নিয়েছে।