সৌদি আরবের তায়েফ শহরে ১২ দিনের অনুশীলন শেষ করে দেশে ফিরেছে জামাল ভূইয়ারা। দলের সাথে সকলে ফিরলেও বাংলাদেশে আসেননি ইতালিতে বেড়ে ওঠা ফাহমিদুল ইসলাম। তাকে ঘিরে অনেক প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত জাতীয় দলের জার্সি পড়া হচ্ছে না ফাহমিদুলের। ইতালি থেকে সরাসরি সৌদি আরবে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন এই ফরোয়ার্ড। কিন্তু নিয়মিত অনুশীলনের পর আর দলে টিকতে পারেননি। মঙ্গলবার জামাল ভূঁইয়ারা দেশে ফিরলেও সঙ্গে আসেননি ফাহমিদুল। তিনি সৌদি আরব থেকে ফিরে গেছেন ইতালি! কোচ হাভিয়ের কাবরেরা ১০ মার্চ ক্যাম্পে যোগ দেয়া ফাহমিদুল ইসলামকে নিয়ে আশার কথাও শুনিয়েছিলেন। কিন্তু গতকাল সকাল ৯টা ৩০ মিনিটে বাংলাদেশ দল ঢাকায় ফিরলে দেখা গেছে ফাহমিদুল সফর সঙ্গী ছিলেন না। তার না থাকা নিয়ে ম্যানেজার আমের খান বলেছেন, ‘সে ইতালি ফিরে গেছে। আপাতত আর দলের সঙ্গে যোগ দিচ্ছে না। তার কোনও চোট নেই। আসলে ওর বয়স কম। ও এখনও জাতীয় দলে খেলার জন্য পরিপক্ব হয়ে উঠেনি। ওকে আরও সময় দিতে হবে। কোচ তাকে অনুশীলনে নানাভাবে চেষ্টা করেছে। তার কাছে মনে হয়েছে ফাহমিদুলের আরও সময় প্রয়োজন। হয়তো সামনে অনূর্ধ্ব ২৩ দলে ওকে ডাকা হবে। আস্তে আস্তে মূল দলের জন্য তৈরি করা হবে। এখনই হতাশ হওয়ার কিছু নেই।’

দেশে ফেরার পর মঙ্গলবার বিমানবন্দরে কোচ হাভিয়ের কাবরেরা বলেছেন, ‘ফাহামিদুল আমাদের সঙ্গে ঢাকায় আসেনি। সে ভারত ম্যাচেও থাকছে না। এক সপ্তাহের মতো দলের সঙ্গে অনুশীলন করেছে। সে খুবই প্রতিভাবান ফুটবলার। দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে দেখা হওয়ায় তার জন্য ভালোই হলো। আসলে সে এখনও তরুণ, বাকিদের সঙ্গে মানিয়ে নিতে তার আরও সময় লাগবে। এই কারণে সে ইতালি ফিরে গেছে। ফাহমিদুল খেলছেন ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালসিওতে। এদিকে, বাংলাদেশ দল থেকে আরও দুঃসংবাদ মিলেছে। চোট পেয়ে ছিটকে গেছেন দুই ফুটবলার সুশান্ত ত্রিপুরা ও পাপন সিংহ।