বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত ‘আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমজমাট ফাইনাল শনিবার অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ২০নং ওয়ার্ড ১-০ গোলে গোকুল ইউনিয়নকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। সকালে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে শাহীন মিয়ার দূর্দান্ত গোলে ১-০ তে এগিয়ে যায় ২০নং ওয়ার্ড। অবশিষ্ট সময়ে গোকুল ইউনিয়ন প্রানপণ চেষ্টা করেও গোল পরিশোধে ব্যর্থ হলে ২০নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল চ্যাম্পিয়ন দলের হাতে একটি ষাঁড় গরু এবং রানার্সআপ দলের হাতে একটি খাসী তুলে দেন। বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আব্দুল হামিদ বেগ, সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক।