বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত ‘আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমজমাট ফাইনাল শনিবার অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ২০নং ওয়ার্ড ১-০ গোলে গোকুল ইউনিয়নকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। সকালে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে শাহীন মিয়ার দূর্দান্ত গোলে ১-০ তে এগিয়ে যায় ২০নং ওয়ার্ড। অবশিষ্ট সময়ে গোকুল ইউনিয়ন প্রানপণ চেষ্টা করেও গোল পরিশোধে ব্যর্থ হলে ২০নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল চ্যাম্পিয়ন দলের হাতে একটি ষাঁড় গরু এবং রানার্সআপ দলের হাতে একটি খাসী তুলে দেন। বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আব্দুল হামিদ বেগ, সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক।
ফুটবল
আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত ‘আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমজমাট ফাইনাল শনিবার অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ২০নং ওয়ার্ড ১-০ গোলে গোকুল ইউনিয়নকে পরাজিত