সবার আগে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শনিবার বাংলাদেশ সময় সকালে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে আলবিসেলেস্তেদের বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়েছে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামের প্রীতি ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ প্রস্তুতির এই ম্যাচে লিওনেল মেসিকে দলেই রাখেননি আর্জেন্টিনার হয়ে চার চারটি শিরোপা জেতা কোচ লিওনেল স্কালোনি। দলে থাকলেও শুরুর একাদশে রাখেননি সময়ের অন্যতম সেরা এবং আর্জেন্টিনার মাঝমাঠের প্রাণভ্রমরা ম্যাক অ্যালিস্টারকে। তাতে আকাশি-সাদা জার্সিধারী দলের ম্যাচ নিয়ন্ত্রণে নিতে সমস্যা হয়নি। ম্যাচের ৩১ মিনিটে মিডফিল্ডার লো চেলসো গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন। ওই গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। তবে জয়টা আরও বড় না হওয়ার নিয়ে আক্ষেপ-আফসোস থাকারই কথা। ম্যাক অ্যালিস্টারের জায়গায় আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ড সামলানোর দায়িত্ব পান কোমোয় খেলা রিয়াল মাদ্রিদের ফুটবলার নিকো পাজ। দারুণ খেললেও তিনি সহজ একটি গোলের সুযোগ মিস করেন। হুলিয়ান আলভারেজ-লওতারো মার্টিনেজরাও গোল করার সুযোগ হারিয়েছে।

যে কারণে ভেনেজুয়েলার গোলমুখে ১৯টি আক্রমণ তুলে এবং গোলের লক্ষ্যে ১১টি শট নিয়েও মাত্র এক গোলে সন্তুষ্ট থাকতে হয়েছে আর্জেন্টিনার। দলটির কোচ স্কালোনি প্রস্তুতির এই ম্যাচেও নতুন ফরমেশনের পরীক্ষা-নিরীক্ষা করেছেন। রক্ষণে ওতামেন্ডির জায়গায় সুযোগ পাওয়া বোর্নামাউথের ডিফেন্ডার মারেস্কো সেনছি কোচের আস্থা অর্জন করেছেন। মিডফিল্ড শক্ত করে ম্যাচ খেলিয়েছেন স্কালোনি। ডিফেন্সিভ মিডফিল্ডে তিনি খেলিয়েছেন এনজো ফার্নান্দেজ এবং লিয়ান্দ্রো পারদেসকে। এর মধ্যে পারদেস প্রতিপক্ষের আক্রমণ ফেরানোর দায়িত্বে ছিলেন। এনজোর বল ক্যারি করার স্বাধীনতা ছিল। এনজোর সঙ্গে মিলে লো চেলসো মাঝমাঠ থেকে ম্যাচ নিয়ন্ত্রণ করতে সফল হয়েছেন। দুই স্ট্রাইকার আলভারেজ ও মার্টিনেজের সঙ্গে নিকো পাজ আক্রমণে সমন্বয় করেছেন। ইন্টারনেট